শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে উত্তেজনা ছড়াল। হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়-পরিজনেরা। আটক মৃতের পরিবারের দুই।
প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার: রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তেজনা রাজ্যের হাসপাতালে। বিক্ষোভে ভাঙল লেবার রুমের দরজার কাচ। এই ঘটনায় মৃতের পরিবারের ২ জনকে আটক করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। হাসপাতালে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসূতি মৃত্য়ুর কারণ জানতে ময়নাতদন্ত হচ্ছে।
কী অভিযোগ পরিবারের?
পরিবারের দাবি, গতকাল হাসপাতালে ভর্তির পর বাগডোগরা-ফুলকাডাবরির বাসিন্দা ২৪ বছরের সাগরিকা রায়ের সিজার করে পুত্রসন্তান হয়। সন্তান জন্মের পর তিনি সুস্থই ছিলেন। অভিযোগ, কয়েক ঘণ্টার মধ্য়েই অসুস্থ হয়ে পড়েন ওই প্রসূতি। অভিযোগ, কর্তব্যরত নার্সকে বারবার ডাকা হলেও, তিনি ঘুমোচ্ছিলেন। এর মধ্যেই প্রসূতির মৃত্যু হয়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা। তাঁর পরিবারের লোকজন হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
জ্বরে আক্রান্ত চার বছরের শিশুকে চলতি সপ্তাহে মালদা মেডিক্যাল কলেজে রেফার করা হয়। অভিযোগকে এরপরই চিকিৎসককে ধাক্কা, গালিগালাজের অভিযোগ ওঠে পুরাতন মালদার মৌলপুর ব্লক হাসপাতালে। ভাইরাল ভিডিওয় চিকিৎসককে হেনস্থার ছবি ধরা পড়ে। পরিবারের দাবি, চারদিন ধরে জ্বরে আক্রান্ত চার বছরের শিশুকে মঙ্গলবার পুরাতন মালদার মৌলপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। কোনও চিকিৎসা না করেই বুধবার ব্লক হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মালদা মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে শিশুর পরিবার। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই একইদিনে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগে মালদার মানিকচক গ্রামীণ হাসপাতালে তুলকালাম কাণ্ড ঘটে। হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়-পরিজন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয়। পরিবারের দাবি, জ্বর নিয়ে আজ ভোরে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি হন মানিকচকের বড়বাগানের বাসিন্দা সফিকুল ইসলাম। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভুল চিকিৎসার কারণের বছর ৩৫-এর ওই রোগীর মৃত্যু হয়েছে। এই নিয়ে ধুন্ধুমার বাধে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sumana Mahapatra Resign: অতীতে TMC-র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ, এবার দলীয় পদ থেকে ইস্তফা সুমনা মহাপাত্রর