বর্ধমান: আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer) দেওয়া যাবে না। সার্কুলার দিয়ে স্পষ্ট জানাল রাজ্য পুলিশ (West Bengal Police)। কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) নির্দেশ মেনে জারি করা হল সার্কুলার (Circular)। এদিকে সরকারি নির্দেশিকার মধ্যেই 'তোলাবাজ' সিভিক ভলান্টিয়ার গ্রেফতার।


অভিযোগ, বালির ট্রাক আটকে তোলাবাজি করছিলেন ২ সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। শুধু তাই নয়, তোলাবাজির পাশাপাশি হুমকিও দেওয়ার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই রাজকুমার মান্না, আশিকুল রহমান নামে ২ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তোলা চেয়ে হুমকি, না দেওয়ায় টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। 


এদিকে, হাওড়ার আনিস খানের মৃত্যু থেকে গল্ফগ্রিনে মারধরের জেরে যুবকের মৃত্যুর অভিযোগ, কখনও পিকআপ ভ্যানের চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ বিভিন্ন সময়, সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে নানা ধরনের এক্তিয়ার বর্হিভূত কাজ, দাদাগিরি, জুলুমবাজির অভিযোগ উঠেছে।                                                                


এই প্রেক্ষাপটে শুক্রবার সার্কুলার জারি করে কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা যাবে। তা নিয়ে স্পষ্ট জানিয়ে দিল রাজ্য পুলিশ। সার্কুলারে বলা হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়াররা।                


আরও পড়ুন, নবরাত্রিতে চাঁদ-শুক্রর অবস্থান 'অলৌকিক'! দেবী চন্দ্রঘণ্টার কপালে টিপের দৃশ্যই ফুটে উঠল আকাশে?


বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিভিক ভলান্টিয়াররা পুলিশের সাহায্যকারীর ভূমিকায় থাকবেন। তবে আইন শৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারকে দেওয়া যাবে না।                                                    


সম্প্রতি প্রাইমারি সকুলের পড়ুয়াদের পড়াবেন সিভিক ভলান্টিয়াররা। সম্প্রতি বাঁকুড়া পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার পিছু হঠলেও, এই প্রকল্প বাতিল করেনি। এর মধ্যেই এবার সার্কুলার জারি করে কোন কোন কাজে সিভিক ভলান্টিয়ারকে ব্যবহার করা যাবে তা জানিয়ে দিল ভবানী ভবন।