সন্দীপ সরকার, কলকাতা: বউবাজারে (Bowbazar) দুর্গা পিটুরি লেনে মেট্রোর (Metro work) কাজের জেরে একাধিক বাড়িতে ফের ফাটল ধরেছে। পরিস্থিতি পর্যালোচনা করতে আজ বিকেলে বৈঠকে বসছে মেট্রো ও পুর কর্তৃপক্ষ।


আজ বৈঠকে মেট্রো ও পুর কর্তৃপক্ষ


বউবাজারে পরিস্থিতি পর্যালোচনা করতে আজ মুখোমুখি হতে চলেছে মেট্রো ও পুর কর্তৃপক্ষ। গতকালই পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা ফাটল ধরা বাড়িগুলি পরিদর্শন করেন। আশপাশের বাড়িগুলির অবস্থাও খতিয়ে দেখেন তাঁরা। ফাটল ধরা বাড়িগুলির কী অবস্থা? পুরোপুরি ভেঙে ফেলতে হবে, নাকি, সংস্কার করে বাসিন্দারা বসবাস করতে পারবেন, সে বিষয়ে আজ পুরসভাকে রিপোর্ট দেওয়ার কথা বিল্ডিং বিভাগের। 


যাঁরা গৃহহীন হয়েছেন তাঁদের ভবিষ্যৎ কী, তা এখনও স্পষ্ট নয়। আজকে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকদের বৈঠক। কেএমআরসিএলের কাজ যেখানে চলছে সেখানে আজ থেকে দুই বছর আগের স্মৃতি এখনও টাটকা। 


আরও পড়ুন: Coochbehar: শীতলকুচিতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, পলাতক দুষ্কৃতীরা


 






KMRCL সূত্রে খবর


মেট্রোর টানেলে কংক্রিট জয়েন্ট বক্স তৈরি করা হচ্ছিল। ৩৮ মিটারের মধ্যে ইতিমধ্যেই ২৯ মিটার কংক্রিটের চাদর বসানো হয়ে গিয়েছে। বাকি রয়েছে ৯ মিটার। গত কয়েকদিনের বৃষ্টিতে এখানে জলস্তর বেড়েছে। তার ফলে তৈরি হয়েছে ওয়াটার পকেট। মেট্রোর কাজ চলাকালীন এখানেই দেড় মিটার জায়গা জুড়ে ১১টি পকেট দিয়ে টানেলে জল ঢুকতে শুরু করে। সেই জলের সঙ্গে মিশে ধুয়ে যেতে থাকে মাটি ও বালি। ফলে বসে যায় আশপাশের অংশের মাটি। KMRCL সূত্রে খবর, ইতিমধ্যেই ১০টি জায়গা থেকে জল ঢোকা বন্ধ করা গেছে। বাকি ১টি থেকে জল ঢোকা বন্ধের চেষ্টা হচ্ছে। সিমেন্টের সঙ্গে রাসায়নিক মিশিয়ে দেওয়া হচ্ছে। মাটির বাঁধুনি শক্ত করা হচ্ছে।