কলকাতা : অফিসে টাইমে ফের ব্যাহত মেট্রো পরিষেবা, গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ চলাচল। বেলগাছিয়ায় মেট্রো রেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয় পরিষেবা। চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মেট্রো চলাচল। তবে অফিস টাইমে ব্যস্ততার সময়ে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল ব্যাহত পরিষেবা। তবে যান্ত্রিক ত্রুটি সারিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছে বলে খবর। 


গত ২২ ডিসেম্বর মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি 


শোভাবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। শোভাবাজার স্টেশনে নিউ গড়িয়াগামী মেট্রোর লাইনে ঝাঁপ দেন ১ ব্যক্তি। এর জেরে ব্যাহত হয় পরিষেবা। রবিবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনের ডাউন লাইনে অর্থাৎ নিউ গড়িয়াগামী লাইনে আচমকাই ঝাঁপ দেন ওই ব্যক্তি। তা দেখতে পেয়ে তৎক্ষণাৎ মেট্রো থামিয়ে দেন চালক। এরপর পাওয়ার ব্লক করে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। এই ঘটনার জেরে দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ এবং ডাউন, দু'ক্ষেত্রেই বন্ধ হয় মেট্রো চলাচল। কিন্তু কিছুটা পরিষেবা যাতে স্বাভাবিক রাখা যায়, সেই জন্য দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত আপ ও ডাউনে এবং সেন্ট্রাল থেকে নিউ গড়িয়া পর্যন্ত আপ ও ডাউনে চলাচল করছিল মেট্রো। মাঝের অংশে বন্ধ ছিল পরিষেবা। 


সম্প্রতি এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে কলকাতা মেট্রো 


কিছুদিন আগে আরও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল কলকাতা মেট্রো। মেয়ের হাত ছেড়ে চলন্ত মেট্রোর সামনে মরণঝাঁপ দিয়েছিলেন মা। অফিস টাইমে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছিল চাঁদনি চক মেট্রো স্টেশনে। পুলিশ সূত্রে খবর, বরানগরের বাসিন্দা ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন। প্ল্যাটফর্মে ঢোকার মুখেই সন্তানের সামনে মেট্রোয় মরণ-ঝাঁপ দিয়েছিলেন মা। ব্যস্ত অফিস টাইমে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। এমন ঘটনায় হতবাক হয়ে গিয়েছিলেন সকলেই। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো প্ল্যাটফর্মে ঢোকার মুখেই ঝাঁপ দেন ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, গুরুতর জখম অবস্থায় মহিলাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে বাঁচানো যায়নি। 


আরও পড়ুন- পাসপোর্ট জালিয়াতি মামলায় দত্তপুকুর থেকে গ্রেফতার আরও ১, এই নিয়ে পুলিশের জালে মোট ৬ 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।