অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ডিসেম্বর (December 2023) থেকেই কি মেট্রোয় (Metro) চড়ে হাওড়া (Howrah) পৌঁছনো যাবে? কেএমআরসিএল (KMRCL) জানাল, এপ্রিলেই এই রুটে হতে পারে ট্রায়াল রান। তিনটি ক্রস প্যাসেজ তৈরির সিদ্ধান্ত বাতিল করে বউবাজারে তৈরি করা হচ্ছে ইভ্যাকুয়েশন স্যাফ্ট। পুনর্নির্মাণ করা হবে বেশ কিছু ক্ষতিগ্রস্ত বাড়িরও। সব কিছু ঠিকঠাক চললে কি ডিসেম্বরেই মেট্রো পরিষেবায় জুড়বে হাওড়া?


কী জানা গেল?
সামনের মাসেই এই রুটে ট্রায়াল রানের ভাবনা-চিন্তা করছে KMRCL। ইতিমধ্যেই বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ করেছে KMRCL. এবার সেখানে অস্থায়ী লাইন পাতার পরিকল্পনা করছে তারা। এই কংক্রিট বেডের ওপর লাইন পাতা হলে, ট্রায়াল রানের জন্য এই অংশের ওপর দিয়ে রেক নিয়ে যাওয়া যাবে এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত। কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর হরিনাথ জসওয়াল জানালেন, পরের মাস থেকে ট্রায়াল রান হওয়ার কথা। আগামী ডিসেম্বর থেকে যাতে পরিষেবা শুরু করা যায়, সেটি দেখা হবে। প্রসঙ্গত, 
ক্রস প্যাসেজ তৈরির সময়ই বউবাজারে বিপর্যয় ঘটেছিল। KMRCL সূত্রে খবর, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আপাতকালীন পরিস্থিতিতে যাত্রীদের বের করার জন্য ৮টি ক্রস প্যাসেজ তৈরির কথা ছিল। এর মধ্যে ৩টি ক্রস প্যাসেজ তৈরি হয়ে গিয়েছে। একটির কাজ চলছে। আরও ৩টি ক্রস প্যাসেজ তৈরি করা বিপজ্জনক বলে বাতিল করা হয়েছে। এই সমস্যা কাটাতে বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে ইভ্যাকুয়েশন স্যাফ্ট। তার জন্য দুর্গাপিতুরি লেনে ১৪৪০ স্কোয়ার ফুটের জায়গা দেখা হয়েছে। এদিকে, KMRCL জানিয়েছে, প্রাথমিকভাবে মেট্রোর কাজের জন্য দুর্গাপিতুরি লেন, স্যাকরা পাড়া লেন সহ বউবাজারের ক্ষতিগ্রস্ত ২৩ টি বাড়ি পুনর্নির্মাণের কাজও শুরু হচ্ছে। ইতিমধ্যেই তার জন্য টেন্ডার ডাকা হয়েছে। 


বিপর্যয় বার বার...
গত অক্টোবরে দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে বড় বড় ফাটল দেখা যায়। ঘটনার দিন ভোরে এই ফাটল স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে  ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। অল্প সময়ের মধ্যেই ১০টি বাড়ি খালি করে দেওয়া হয়। এলাকায় মোতায়েন হয় পুলিশ। ফাটল ধরা বাড়ি ফাঁকা করে দিতে বলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মেট্রোর প্রতিনিধিরা এলেও বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন।  


আরও পড়ুন:দোলের জন্য হাওড়া ও শিয়ালদায় বাতিল শতাধিক লোকাল