মুম্বই: ডব্লিউপিএল (WPL 2023) টুর্নামেন্টের প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসকে ১৪৩ রানের বিরাট ব্যবধানে পরাজিত করেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজ জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন পল্টনরা ব্রেবোর্ন স্টেডিয়ামে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মুখোমুখি হয়েছে। এই ম্যাচের প্রথম ইনিংসেও মুম্বই তারকারা বেশ ভালই বল করলেন। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই আরসিবিকে বিরুদ্ধে ১৫৫ রানে অল আউট করে দিল মুম্বই।


দুই ওভারেই রঙ বদল


আরসিবির হয়ে বাংলার রিচা ঘোষ (Richa Ghosh) সর্বাধিক ২৮ রান করেন। গত ম্যাচে ব্যাট হাতে ভাল পারফর্ম করেছিলেন, এদিন বল হাতে জ্বলে উঠলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)। তিনি মুম্বইয়ের হয়ে এদিন ২৮ রানের বিনিময়ে সর্বাধিক তিনটি উইকেট নেন। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক মান্ধানা। ওপেন করতে নেমে তিনি ও সোফি ডিভাইন বেশ ভালভাবেই ইনিংসটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে গত ম্যাচে বল হাতে চার উইকেট নেওয়া বাংলার সাইকা ইশাক ৩৯ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙতেই ম্যাচের রঙ বদলে যায়।


ম্যাচের পঞ্চম ওভার তিনি সোফিকে ১১ ও দিশা কাসাতকে শূন্য রানে সাজঘরে ফেরান। পরের ওভারেই ব্যক্তিগত ২৩ রানে ফেরেন স্মৃতি মান্ধানাও। হেইলি ম্য়াথিউজও এই ওভারে দুই উইকেট নেন। স্মৃতির পাশাপাশি একই ওভারে হায়দার নাইটকেও শূন্য রানে ফেরান তিনি।  ৪৩ রানেই চার উইকেট হারিয়ে ফেলে বিরাট চাপে পড়ে যায় আরসিবি। পঞ্চম উইকেট হিসাবে মাত্র ১৩ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন এলিস পেরি। ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেললেও অবশ্য আরসিবির লোয়ার অর্ডার ব্যাট হাতে পারফর্ম করে দলকে ১৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে।


লোয়ার অর্ডারের পারফরম্যান্স


গত ম্যাচে ব্যর্থ রিচা ঘোষ এই ম্যাচে ২৮ রানের ইনিংস খেলেন। কণিকা আহুজা করেন ২২ রান, শ্রেয়াঙ্কা পাতিল ২৩ ও মেগান শ্যুট ২০ রান করেন। এক সময় মনে হচ্ছিল আরসিবি হয়তো ১৭০ রানের গণ্ডি পার করতে পারবে। তবে মাত্র ছয় রানের মধ্যেই শেষ তিন উইকেট হারিয়ে ফেলে আরসিবি। নির্ধারিত ২০ ওভারের আট বল আগেই অল আউট হয়ে যায় স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল। ম্যাথিউজের তিন উইকেট বাদেও সাইকা ও অ্যামেলিয়া কের উভয়েই দুইটি করে উইকেট নেন।


আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ম্যাচ দেখতে মাঠে হাজির 'মহারাজ'