অলোক সাঁতরা ও সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজের (Midnapore Medical College and Hospital) হস্টেলে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। খবর পেয়ে মুর্শিদাবাদ (Murshidabad) থেকে ছুটে এসেছেন মৃত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল, সন্ধে কথা হলেও, রাতে যে এমনটা করবে মেয়ে বিন্দুমাত্র টের পাননি তাঁরা। সুইসাইড নোটের (Suicide Note)সূত্র ধরে তদন্তে নেমেছে কোতয়ালি থানার পুলিশ।
মঙ্গলবার বিকেল মেয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল। কিন্তু তখন ভাবতেও পারেননি, সেটাই শেষ কথা। হস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য। মেদিনীপুর (midnapore) মেডিক্যাল কলেজের ওল্ড বয়েজ হোস্টেলের তিনতলার ঘর থেকে উদ্ধার হল ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ।
MD পেডিয়াট্রিক্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন মুর্শিদাবাদের কান্দির (Kandi) বাসিন্দা মিনি ঘোষ। পুলিশ সূত্রে খবর, মৃতার রুমমেট জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই মনমরা ছিলেন মিনি। মঙ্গলবার ক্লাসেও যাননি। রাত ৮টা ৪৫ নাগাদ রুমে এসে দেখেন, দরজা বন্ধ। দরজার ফাঁক-ফোকর থেকে তিনিই প্রথম ঝুলন্ত অবস্থায় মিনিকে দেখতে পান। তড়িঘড়ি দরজা ভেঙে হোস্টেল কর্তৃপক্ষ (Hostel Authority) মিনিকে উদ্ধার করলেও, ততক্ষণে সব শেষ।
এদিকে মৃতার বাবা বিনয় ঘোষের দাবি, প্রতিদিনের মতো, রাত সাড়ে দশটা নাগাদ মেয়েকে ফোন করলেও ফোনটি বেজে যায়। পরে, বাবাকে ফোনে হোস্টেল কর্তৃপক্ষ জানায়, মৃত্যু হয়েছে মিনি ঘোষের। বাবার বক্তব্য, মেয়ে মাঝে মাঝে বলত কাজের চাপ রয়েছে। তিন মাস বাড়ি ফেরা হয়নি। একমাত্র মেয়েকে হারিয়ে দিশেহারা পরিবার। হাসিখুশি, চনমনে মেয়েটা কেন এমন করল? কারণ খুঁজে পাচ্ছেন না তাঁর শিক্ষকরাও। মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসক ও মৃত পড়ুয়ার ‘MD গাইড’ তারাপদ ঘোষ বলেন, “একে দেখে কখনও কিছু বোঝা যায়নি। সব স্বাভাবিক ছিল। সিঙ্গল চাইল্ড। প্রত্যাশা বেশি থাকে।’’
ঘটনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল (Principal) জানিয়েছেন, পোস্টমর্টেমের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ সূত্রে খবর, মৃত ডাক্তারি পড়ুয়ার কাছ থেকে একটি সুইসাইড নোট মিলেছে। তার সূত্র ধরেই মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। এদিকে প্রশ্ন উঠছে, কেন মেয়ের মৃত্যুর প্রায় ২ ঘণ্টা পর, সেই খবর জানানো হল পরিবারকে?
আরও পড়ুন: North 24 Pargana: তিনদিন টানা মগডালে, সেখানেই ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা বাগদার যুবকের