নয়াদিল্লি: প্রত্যেক বছর আজকের দিনে অর্থাৎ ১১ নভেম্বর জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী স্মরণে এই দিন জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।


শিক্ষামন্ত্রী হিসেবে মৌলানা আবুল কালাম আজাদ  স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।


জাতীয় শিক্ষা দিবস পালন করা হচ্ছে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে। তদানীন্তন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল।  শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে গবেষণার প্রসারের ওপর গুরুত্ব দিয়েছিলেন এবং চারুকলা শিল্পের জন্য তিনটি অকাদেমি গঠন করছিলেন।  হিন্দিতে টেকনিক্যাল টার্মগুলির হিন্দি শব্দভাণ্ডার সংগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ।


শিক্ষামন্ত্রী হিসেবে কার্যকালের মেয়াদে মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন –ইউজিসি) , অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, খড়্গপুর ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন ও সেকেন্ডারি এডুকেশন কমিশন গড়ে তুলেছিলেন।


জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আইআইটি খড়্গপুর গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদকে।  সদ্য স্বাধীন দেশে নারী শিক্ষা ও ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক শিক্ষার পক্ষে জোরাল সওয়াল করেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ১৯৫৮-র ২২ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়েছিল।


জাতীয় শিক্ষা দিবসে দেশগঠনে মৌলানা আবুল কালাম আজাদের অবদানের কথা স্মরণ করা হয়। এই দিনটিকে স্বাধীন ভারতের শিক্ষাব্যবস্থার ভিত্তি স্থাপনের ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করতে এই দিনটি পালন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন আকর্ষণীয়  ও বিষয়ভিত্তিক সেমিনার, আলোচনা সভা, প্রবন্ধ-রচনা ইত্যাদির মাধ্যমে দিনটির উদযাপন করা হয়।  স্বাক্ষরতার গুরুত্ব ও শিক্ষার সমগ্র ক্ষেত্রে দেশের দায়বদ্ধতার গুরুত্ব নিয়ে আজকের দিনে পড়ুয়া, শিক্ষকরা একযোগে আলোচনা করেন।


Education Loan Information:

Calculate Education Loan EMI