সুদীপ্ত আচার্য, কলকাতা: মিলনমেলার (Milan Mela) মেকওভার শেষ। নতুন রূপে ফের খুলতে চলেছে মেলা প্রাঙ্গন। সোমবার  উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।


নবরূপে মিলনমেলা প্রাঙ্গন: প্রায় সাড়ে ৩ বছরের অপেক্ষার অবসান। নতুনভাবে নতুন রূপে ফের খুলতে চলেছে মিলন মেলা প্রাঙ্গন। সোমবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের (Department of Industries and Commerce West Bengal) অধীনস্থ West Bengal Trade Promotion Organisation-এর তত্ত্বাবধানে মিলনমেলার খোলনলচে বদলে দিতে কাজ শুরু হয় ২০১৮ সালে।


মিলনমেলার মেকওভার:  নির্মাণকারী সংস্থা সূত্রে খবর, মোট ২২ একর জমিতে ২টি সুবিশাল প্যাভিলিয়ন (Pavilion) তৈরি করা হয়েছে। A ও B দুটি প্যাভিলিয়নের প্রতিটি আয়তনে ১২০ মিটার লম্বা ও ৭৩ মিটার চওড়া।  দুটি প্যাভিলিয়নের মাঝে রয়েছে বিজনেস ব্লক (Business Hall), মিটিং হল (Meeting Hall) এবং VIP ফুড কোর্ট। পিছনে থাকছে ১২০০ গাড়ি রাখার মতো চারতলা পার্কিং লট।


সোমবার উদ্বোধন: মিলনমেলার দক্ষিণ ও পূর্ব দিকে মূল দুটি গেট রয়েছে। দক্ষিণমুখী অর্থাৎ সায়েন্স সিটির (Science City) দিকের গেটের সামনে তৈরি করা হয়েছে ৬০ ফুট উঁচু বিশ্ববাংলা টাওয়ার (Biswabangla Tower)। এই স্তম্ভের মাথায় লাগানো হয়েছে বিশ্ব বাংলা গ্লোব। সেই গ্লোব থেকে লেজার বিচ্ছুরিত হবে গোটা মিলন মেলা চত্বরে। সায়েন্স সিটির দিকের গেটের সামনেই রয়েছে ৩টি ফুড কোর্ট।  অন্যতম আকর্ষণ মিউজিক্যাল ফাউন্টেন। পাশাপাশি দুটি প্যাভেলিয়নের সামনের আচ্ছাদনে প্রোজেকটরে প্রতিফলিত হবে পশ্চিমবঙ্গের (Westbengal) ঐতিহ্যের ছবি। মিলনমেলার এই মেকওভারে খরচ হয়েছে সাড়ে ৩০০কোটি টাকা। সোমবার উদ্বোধন হবে মিলনমেলার।


এদিকে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে এবার কলকাতার পরিবহণ ব্যবস্থার প্রশংসা করা হল। একাধিক পরিবহণ মাধ্যম, বিকল্প শক্তির ব্যবহারের মতো একাধিক কারণ উল্লেখ করে কলকাতার পরিবহণ মাধ্যমকে মডেল হিসেবে বর্ণনা করা হয়েছে এই রিপোর্টে।


আরও পড়ুন: Covid19 Booster Dose: ‘পুরনো দামেই কোভ্যাকসিন ও কোভিশিল্ড,' সিদ্ধান্ত বেসরকারি হাসপাতালের সংগঠনের