কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: করোনা আবহ কাটিয়ে অবশেষে ছন্দে ফিরছে স্কুলগুলি। কচিকাঁচাদের কোলাহলে মুখরিত স্কুল প্রাঙ্গন। কিন্তু আচমকাই তাল কাটল শক্তিগড় থানার সামন্তী উচ্চ বিদ্যালয়ে। বরফ জল (ice water) খাওয়ার পরেই একের পর এক ছাত্রছাত্রী অসুস্থ (ill students) হয়ে পড়তে শুরু করে সেখানে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সামন্তী উচ্চ বিদ্যালয়ে বরফ জল খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা
বরফ জল খেয়ে অসুস্থ হয়ে পড়ে একাধিক পড়ুয়া। অন্তত ১৪ জন ছাত্রছাত্রীকে ভর্তি করা হয়েছে মেমারির পাহারহাটি হাসপাতালে।
জানা গেছে, স্কুলের গেটের সামনে পাওয়া যায় বরফ জল। তা খেয়েই স্কুলের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিকভাবে এমনটাই অনুমান করা হচ্ছে।
ঘটনার পর স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারাই উদ্যোগ নিয়ে অসুস্থ ছাত্রছাত্রীদের পাহারহাটি হাসপাতালে নিয়ে যায়। স্কুলের সহ শিক্ষক সঞ্জয় সেন জানান, আজ অর্থাৎ শনিবার সাড়ে ১০টা নাগাদ প্রার্থনা করার লাইনে দাঁড়িয়েই বেশ কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তারপর ক্লাস শুরু হওয়ার পর থেকেই ধীরে ধীরে সেই সংখ্যাটা আরও বাড়তে থাকে।
পরিস্থিতি অনুকূল নয় আন্দাজ করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তড়িঘড়ি অসুস্থ ছাত্রছাত্রীদের পাহারহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়ারা রয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন: East Midnapore: কেউ ভেঙে পড়ল কান্নায়, কারোর মুখে স্লোগান, শিক্ষক বদলি রুখতে বিক্ষোভ পড়ুয়াদের
যদিও পাহারহাটি হাসাপাতালের চিকিৎসক অভীক রায় জানান মূলত ডিহাইড্রেশন থেকেই অসুস্থ হয়েছে পড়ুয়ারা। তাছাড়া একজন অসুস্থ হতেই ধীরে ধীরে প্যানিক করতে শুরু সকলে। ফলে 'মাস প্যানিক' থেকেও অসুস্থতা হয়েছে খানিকটা। আপাতত সকলের অবস্থাই স্থিতিশীল।
তবে বরফ জলে কোনও সমস্যা ছিল কি না, কোনওরকমের বিষক্রিয়া ঘটেছে কি না তা এখনও জানা যায়নি।