কলকাতা: কারামন্ত্রী অখিল গিরিকে (Akhil Giri Resignation) মন্ত্রিসভা থেকে সরানোর সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল। সূত্রের খবর,অখিল গিরির কাছে পদত্যাগপত্র চেয়ে পাঠিয়েছে তৃণমূল। যদি পদত্যাগপত্র না দেওয়া হয় তাহলে তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে। এমন হলে ১৩ বছরের সরকারে অখিল গিরিই এমন মন্ত্রী হতে চলেছেন যাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে। 


মহিলা সরকারি অফিসারকে হুমকি-শাসানির ওই ভিডিও ভাইরাল রয়েছে। বারবার সম্প্রচারিত হয় এই খবর। গতকালই তৃণমূলের তরফ থেকে জানানো হয় এই ঘটনায় কোনওভাবে অখিল গিরির পাশে দাঁড়াবে না দল। ওই ভিডিও থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সিদ্ধান্ত নেন অখিল গিরিকে নিয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। এই ঘটনায় বলা হয়েছিল নিঃশর্ত ভাবে অখিল গিরিকে ক্ষমা চাইতে হবে নয়তো পদত্যাগ পত্র পাঠাতে হবে। সুব্রত বক্সির ফোন যায় কারামন্ত্রীর কাছে। তারপরেও এবিপি আনন্দকে অখিল গিরি জানিয়ে দেন তাঁর কাছে কোনও ফোন যায়নি। তিনি ক্ষমা চাইবেন না বলে জানান। এখানেই শেষ নয়, কার্যত ওই ঘটনা নিয়ে কোনওরকম অনুতাপ প্রকাশ করেননি তিনি। উল্টে তাঁর কাজের জন্য নিজের হয়ে সওয়াল করেন তিনি। তিনি বলেন, এমন বক্তব্য রাখার জন্য তিনি হয়তো অনুতপ্ত। কিন্তু এলাকার লোকের পাশে তাঁকে দাঁড়াতেই হতো বলে জানান তিনি। এর মধ্যেই দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হল অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হবে। তাঁকে পদত্যাগপত্র পাঠাতে বলা হবে। তিনি সেটা না পাঠালে তাঁকে বরখাস্ত করা হবে।


রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য নিয়েও অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। দেশজুড়ে ধিক্কার করা হয়েছিল ওই ঘটনায়। বারংবার আক্রমণের মুখে পড়ছিল তৃণমূল। তাঁর জন্য় মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়। তারপরেও ফের এমন বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন।  


রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে অখিলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কর্ণপাত না করায় অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। অখিলকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের। পদত্যাগ না করলে কারামন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত।



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন:  আগামী ১০০ দিনে সোনার সময়! এই ৫ রাশির কপালে সাফল্যের বন্যা