ডিএ আন্দোলনকারীদের নিশানা করতে গিয়ে জিভ টেনে ছেঁড়ার হুঁশিয়ারি মন্ত্রীর! 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসাকারীদের জিভ টেনে ছিঁড়ে দিন। এটাই হবে আগামী দিনের আন্দোলনের রূপরেখা'। 'আসি-যাই মাইনে পাই চলবে না', হুঙ্কার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের। 


এদিকে দীর্ঘ ১২ বছর পর হরিশ মুখার্জি রোডে (Harish Mukherjee Road) মিছিলের অনুমতি। রাজ্যের মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) পাড়া দিয়ে মিছিল পেরলো শান্তিপূর্ণ ভাবেই। মিছিলের স্লোগানের আওয়াজ চাপা দিতে রাস্তাজুড়ে মাইক লাগিয়ে উচ্চস্বরে রবীন্দ্রসংগীত বাজানোর অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। 


হরিশ মুখার্জি রোড (Harish Mukherjee Road)। মুখ্য়মন্ত্রীর পাড়া। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) বাড়ি এই রাস্তায়। টানা ১২ বছর, এই রাস্তায় মিছিল করতে পারেনি কোনও বিরোধী দল। প্রশাসনের তরফে অনুমতিই মেলেনি মিছিল করার। 


১২ বছর পর সেই হরিশ মুখার্জি রোড দিয়েই বকেয়া ডিএ-র দাবিতে মহামিছিল (DA Rally) নিয়ে গেলেন রাজ্য সরকারের হাজার হাজার কর্মচারী। শনিবার দুপুর ১ টা ৩৫-এ মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ দিয়ে যায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ মিছিল। সূত্রের খবর, সেই সময়ে বাড়িতেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। 


অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee) যখন মুর্শিদাবাদে (Murshidabad), তখন হরিশ মুখার্জি রোডে, তাঁর বাড়ি শান্তিনিকেতনের পাশ দিয়েও যায় সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল। মিছিলের জন্য় অভিষেকের বাড়ি কড়া পুলিশি পাহাড়ায় মুড়ে ফেলা হয়েছিল। 
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি থেকে কিছুটা এগিয়ে মিছিল থেকে ওঠে চোর স্লোগান। অভিষেকের বাড়ির পাশ দিয়ে DA-মহামিছিল। অভিষেকের বাড়ি পেরিয়ে উঠল চোর স্লোগান। শনিবার একদিকে যখন ডিএ-র দাবিতে মিছিল থেকে সরকার বিরোধী স্লোগান উঠছে তখন আবার মিছিল যাওয়ার সময়, বিভিন্ন জায়গায় রাস্তার ধারে মাইকে উচ্চস্বরে রবীন্দ্রসংগীত বাজতেও শোনা গেছে। দুপুর ২.১৫ নাগাদ ৭১ নং ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে এগিয়ে যায় মিছিল। সেই এলাকাও যথেষ্ট স্পর্শকাতর হওয়ায় বাড়তি সতর্ক ছিল প্রশাসন। 


ডিএ বঞ্চনার প্রতিবাদে রাজ্য সরকারি কর্মীদের মিছিল থেকেও উঠল চোর স্লোগান। মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির গা ঘেঁসে পেরিয়ে গেল মিছিল।  সংগ্রামী যৌথ ম়ঞ্চের ডাকে মিছিল পরিণত হল জনজোয়ারে। 


DA-আন্দোলনের শততম দিনে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা দিয়ে মিছিল করবেন আন্দোলনকারীরা। আদালতের অনুমতিতে হাজরা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, হরিশ মুখার্জি রোড, ডি এন রোড, এস পি মুখার্জি রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই মিছিল ঘিরে স্পষ্টতই দু’ভাগ DA-শিবির। এর মধ্যেই শহিদ মিনারের ধর্নামঞ্চে চলছে প্রস্ততি। বিভিন্ন জেলা থেকে কলকাতামুখী সরকারি কর্মীদের একের পর এক মিছিল। পথেই চলল গান-স্লোগান। বেলা ১২টা নাগাদ ধর্নামঞ্চ থেকে রওনা দিয়ে হাজরা মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। দুপুর ১টা নাগাদ সেখান থেকে শুরু হয় মিছিল। সপ্তাহ দুয়েক আগে এই মিছিলের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশের অনুমতি না মেলায়, হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। আদালতের নির্দেশে সুষ্ঠুভাবে মিছিল করার জন্য ১২ জন স্বেচ্ছাসেবকের একটি দল তৈরি করা হয়।