বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে অবৈধ বালি খাদানের জমা জলে তলিয়ে মর্মান্তিক মৃত্য়ু হল এক নাবালিকার। আর সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতেই এই খাদান চলছিল। পাল্টা তৃণমূল আবার আঙুল তুলেছে বিজেপির দিকে।
অবৈধ বালি পাচারের তদন্তে সোমবারই কলকাতা থেকে জেলায় তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্য়েই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে অবৈধ বালি খাদানে তলিয়ে মর্মান্তিক মৃত্য়ু হল এক নাবালিকার। নন্দীগ্রামের বয়াল ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় হলদি নদীর পাড়ে এই অবৈধ বালি খাদান দীর্ঘদিন ধরে চলে আসছে। তার পাশেই মাঠে খেলতে গিয়েছিল স্থানীয় বাসিন্দা দুই বোন। খাদানের পাশে জমা জলে পা ধুতে গিয়ে পিছলে পড়ে যায় সাত বছরের নাবালিকা। তলিয়ে যায় গভীরে। বোনকে বাঁচাতে গিয়ে দিদিও জলে তলিয়ে যায়। স্থানীয়রা এসে দুই বোনকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে সাত বছর বয়সী নাবালিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এই মর্মান্তিক মৃত্য়ুর পর অবৈধ খাদান নিয়ে তৃণমূল-বিজেপির মধ্য়ে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। সিপিএম আবার তৃণমূল ও বিজেপি দুই দলকেই কাঠগড়ায় তুলেছে। নন্দীগ্রাম ২-এর বিডিও সুপ্রতিম আচার্য জানিয়েছেন, বেআইনি খাদানের বিরুদ্ধে অভিযান চলে। এখানে কী ঘটেছে, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্য়বস্থা নিচ্ছি।
অন্যদিকে সোমবার, রাজ্যে ফের ইডির অভিযান, একযোগে ২২ ঠিকানায় তল্লাশি। এবার বালি পাচার মামলায় কলকাতা ও একাধিক জেলায় হানা ইডির। বালি পাচারের কালো টাকা সাদা করার অভিযোগে হানা। ইডির স্ক্যানারে বালি খাদানের ব্যবসায় যুক্ত সংস্থা GD মাইনিং। বালি পাচার মামলায় GD মাইনিং-এর লিঙ্কে ২২ জায়গায় তল্লাশি। বালি পাচারের কালো টাকা সাদা করতে বিমায় বিনিয়োগ, সন্দেহ ইডির।
সল্টলেক সেক্টর ফাইভে GD মাইনিংয়ের হেড অফিসে তল্লাশি করা হয়। সল্টলেকের FE ব্লকে সংস্থার কর্ণধার অরুণ শরাফের বাড়িতে ইডি। সখের বাজারের জি ডি মাইনিংয়ের রেজিস্টার্ড অফিসে হানা। রিজেন্ট কলোনিতে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এজেন্টের বাড়িতে এজেন্সির হানা। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে ১ ও ২ ব্লকের ৬ জায়গায় তল্লাশি করে পুলিশ। ঝাড়গ্রাম গোপীবল্লভপুরে GD মাইনিংয়ের কর্মী শেখ জহিরুল আলির বাড়িতে হানা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভামালে দুই গাড়িচালকের বাড়িতে ইডি হানা দেয়। মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে তল্লাশি। খেজুরিতে জয়রামনগরে পরিবহণ ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে তল্লাশি। কল্যাণীর GD মাইনিং-এর ডিরেক্টর ধীমান চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি।