কলকাতা: পঞ্চায়েত ভোটের আগে বিজেপি কর্মীদের তাতাতে জেলা সফরে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ দুর্গাপুরের (Durgapur) লাউদোহায় সভা ছিল মিঠুনের। তার আগে আসানসোলের (Asansol) বিজেপি (BJP) পার্টি অফিসে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেন। আর ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিধায়ক অগ্নিমিত্রা পাল, লক্ষ্ণণ ঘোড়ুই ও রাঢ়বঙ্গের নেতারা। আগামীকাল বোলপুরে অনুব্রত (Anubrata Mondal)-গড়ে সভা করবেন মিঠুন।
এদিকে পঞ্চায়েত ভোটের আগে এবার মহাজোটের সওয়াল মিঠুনের। মহাগুরুর কথায়, "তৃণমূল যখন সরকারে এসেছে, তখন সবাই সিপিএমকে হারাতে একজোট হয়েছিল। কংগ্রেস, তৃণমূল, এমনকি অস্বীকার করে লাভ নেই বিজেপিও সমর্থন দিয়েছিল। এখন এমন একটা শক্তিকে হারাতে গেলে, সবার একসঙ্গে আসা উচিত। মতাদর্শগতভাবে আমরা আলাদা হতে পারি, থাক সেই জায়গাটা"। আমাদের সবাইকে অবশ্যই একজোট হতে হবে, সুকান্তকে পাশে বসিয়ে এদিন এমনই বার্তা দিলেন মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুন, 'বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বিনিয়োগের জোয়ার,' আশ্বাস মিঠুনের
এদিন, মিঠুন চক্রবর্তী এও বলেন যেদিন বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসবে, রাজ্যে বিনিয়োগের জোয়ার আসবে। চোখে দেখে ভাববেন এটাও কি সত্যি! বিষ্ণুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাশে বসিয়েই এই মন্তব্য করেন মিঠুন চক্রবর্তীর।
যদিও মিঠুনের মন্তব্য নিয়ে পাল্টা ব্যঙ্গের সুর শোনা গিয়েছে ফিরহাদ হাকিমের গলায়। মেয়র বলেন, সুভাষ চক্রবর্তীর সঙ্গে ঘোরার সময় শিল্প আনতে পারেননি, তৃণমূলের সাংসদ হয়েও নয়। এবার বিজেপির সঙ্গে থেকেও হবে না। মিঠুন চক্রবর্তীর ধারণাটা সিনেমার মতো। কটাক্ষ ফিরহাদ হাকিমের।