কলকাতা : ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠানে ( KIFF 2022 ) নেতাজি ইন্ডোরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল চাঁদের হাট। বিগ বি ( BIG B ) থেকে কিং খান ( Shah Rukh Khan ) , সবার মুখেই শোনা গেল বাংলা।  কিন্তু আমন্ত্রণ পেলেন না বাংলা ছবির 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী ( Mithun Chakraborty ) । যিনি অধুনা বিজেপির ( BJP ) তারকা-নেতা। এর জেরে ছড়াল বিতর্ক। 


মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে সরব হলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ট্যুইটে লিখলেন, ' অন্য রাজ্যের সুপারস্টারদের ডেকে নিজের রাজ্যের তারকাকে এড়িয়ে যাওয়া কেন, শিল্পের জন্য রাজনীতিকে দূরে সরিয়ে রাখা উচিত' 

আরও পড়ুন : 


' সব আরোহীই মত্ত', মা উড়ালপুলে রাস্তার একপার থেকে ডিভাইডার টপকে অন্য লেনে গাড়ি !



' বাংলায় সবকিছু রাজনীতিতে চলে '
সুকান্তর পর এবার দিলীপ ঘোষও আমন্ত্রণ-বিতর্কে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির কটাক্ষ, ' রাজ্যের সমস্ত প্রতিষ্ঠান থেকে মন্ত্রিসভা পর্যন্ত তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। সরকারি অনুষ্ঠানে অন্য দলের মানুষের কোনও জায়গা নেই। ' তিনি আরও বলেন, ' বাংলায় সবকিছু রাজনীতিতে চলে। আর যত ইনস্টিটিউট আছে, সেক্রেটারিয়েট পর্যন্ত টিএমসির পার্টি অফিস। আমাদের ডাক তো পরেই না চিফ সেক্রেটারি থেকে সিএম থেকে কেউ অ্যাপয়েনমেন্ট দেয় না। চিঠি নিয়ে গেলে কেউ নেয় না। বলে বাইরে টেবিলে রেখে দিন। কেবল একটি পার্টির লোক সরকারি সব সুবিধা পাবে। সরকারের পদে তারাই থাকবে। সরকারি অনুষ্ঠানে তারাই যাবেন। অন্য পার্টির মানুষকে সেখানে ডাকা হবে না। আর যদি বিরোধী হয় তাহলে তার তো কোনও জায়গাই নেই। ' 

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিন্হা, রানি মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা আমন্ত্রিত থাকলেও তিনবারের জাতীয় পুরস্কার জয়ী বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখা যায়নি। তৃণমূল সরকার আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিজেপি নেতা মিঠুনের অনুপস্থিতি ঘিরে শুরু হয় আমন্ত্রণ বিতর্ক।  বিজেপির এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 


' মিঠুনকে দেখে মানুষ ভয় পায়'


তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন,  ' বিজেপি নিজে যেটা কেন্দ্রে করে সেই কথাই বলছে। সংখ্যাধিক্যের জোরে বিরোধীদের গুরুত্ব দেয় না। তৃণমূল তৃতীয় বৃহত্তম দল হওয়া সত্ত্বেও স্ট্যান্ডিং কমিটিতে কোনও প্রতিনিধি নেই। ওদের মুখে এসব কথা মানায় না। আর সুকান্ত মজুমদারকে বলি, মিঠুনকে দেখে মানুষ ভয় পায়। ছবি করে দেব, মেরে পাঠিয়ে দেব, এমন এমন কথা বলেন, চলচ্চিত্র উৎসব এসব শুনতে অভ্যস্ত নয়। কেন্দ্রীয় সরকারই প্রতিহিংসাপরায়ণ।'