কলকাতা: হাসপাতাল থেকে বেরিয়েই স্বমহিমায় মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। নিজেই জানালেন ভাল আছেন। সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হয়েছে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)- এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই সটান উত্তর মহাগুরুর। 'ওকে আটকালে কী হবে, ও আটকালেও ভেঙেচুরে সব বেরবে। শুভেন্দুকে আটকানো মুশকিল আছে। আজ আটকাবে, কাল আবার বেরোবে', বললেন মিঠুন।


শ্যুটিং শুরু করবেন, সঙ্গে রাজনীতিও চলবে। সাফ জানালেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty on Suvendu Adhikari)। বললেন, 'আমি বিজেপি করব। শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরে গিয়েও প্রচার করব।' তিনি কি প্রার্থী হবেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমি যদি প্রার্থী হই, তাহলে ৪২টি লোকসভা কেন্দ্র কে দেখবে? লাগাতার প্রচার হবে। সময় এসে গিয়েছে। মানুষদের উঠে দাঁড়াতে হবে।'


নিজের স্বাস্থ্য নিয়ে অকপট অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, 'ভালো আছি এখন। কোনও সমস্যা নেই। এখানে এসে একটু বেশি খেয়ে সুগার বেড়ে গিয়েছিল। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে বলেছেন ডাক্তার। যাদের ডায়াবেটিস আছে তাদের বলতে চাই, তারা কখনোই ভাববেন না মিষ্টি না খেলে আপনার কিছু হবে না। সব সমস্যা খাওয়াতে। খাওয়া নিয়ন্ত্রণ করুন।'


আচমকা অসুস্থ হয়ে পড়ায় প্রধানমন্ত্রীর কাছে বকা খেয়েছেন বলে জানিয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty on his health)। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী যা বলেছেন সবটা বলতে পারব না। বকা খেলাম প্রধানমন্ত্রীর থেকে।'


শীঘ্রই শ্য়ুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি। শনিবার সকালে শ্যুটিং চলাকালীন আচমকা অসুস্থ বোধ করায় মিঠুন চক্রবর্তীকে অ্য়াপোলো হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে প্রথমে পরীক্ষা করেন। এরপর রেডিওলজি বিভাগে তাঁর মস্তিষ্কের এমআরআই করা হয়। হাসপাতালের তরফে মেডিক্য়াল বুলেটিনে জানানো হয়, ইস্কেমিক সেরেব্রোভাসকুলার অ্য়াক্সিডেন্ট বা মৃদু ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেতা। হৃদপিণ্ডের কোনও সমস্য়া আছে কিনা জানতে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি তাঁকে পরীক্ষা করেন। ফিজিওথেরাপি ও মুভমেন্ট থেরাপি করা হয় অভিনেতার। স্পিচ থেরাপিস্টও তাঁকে পরীক্ষা করেন। ফোন করে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। সুস্থ হয়ে ওঠায় সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল।


আরও পড়ুন: 'রক্ষাকবচ দিলে হাজিরা'! শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন খারিজ