প্রকাশ সিনহা, কলকাতা: স্বস্তি মিলল না শেখ শাহজাহানের (Sheikh Shajahan), পেলেন না আগাম জামিন। বারবার হাজিরা এড়ানোয় প্রশ্নের মুখে শেখ শাহজাহান। '২ দিনের রক্ষাকবচ দিন, আজই হাজিরা দেব', আদালতে আর্জি শেখ শাহজাহানের আইনজীবীর। 'ভয় পাচ্ছেন কেন? এ তো, 'ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি', মন্তব্য ইডির আইনজীবীর। গ্রেফতার না করার বিষয়ে কোনও নিশ্চয়তা দেওয়া যাবে না, জানাল ইডি। মামলার পরবর্তী শুনানি ২৩ ফেব্রুয়ারি।
একাধিক অভিযোগ। তালিকায় রয়েছে ভেড়ির জন্য জমি দখল, জমি নিয়ে টাকা না দেওয়া, টাকা চাইলে মারধর, নারী নির্যাতনের মতো বিস্ফোরক অভিযোগ। শেখ শাহজাহানের ২ শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারের একাধিক গুণপনার বিরুদ্ধে যখন ক্ষোভের আগুনে পুড়ছে সন্দেশখালি। রাস্তায় নেমে, লাঠিসোঁটা হাতে গর্জে উঠেছেন মহিলারা।
এই পরিস্থিতিতে ৩৮ দিন ধরে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। এই প্রেক্ষাপটে আগাম জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এ দিনও, তাঁকে আগাম জামিন দিল না আদালত। সোমবার এই মামলায় তৃণমূল নেতার আইনজীবী বললেন, এক্ষুনি হাজিরা দেবেন শেখ শাহজাহান। ২ দিনের রক্ষাকবচ দিন। পাল্টা, ইডির (ED) আইনজীবী বললেন, 'কথা শুনে এটাই মনে হচ্ছে, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি।'
স্বস্তি মিলল না শেখ শাহজাহানের (Sheikh Shajahan on Bail), মিলল না আগাম জামিন। ৫ জানুয়ারি, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে, তাঁর অনুগামীদের হাতে রক্তাক্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। তখন থেকেই বেপাত্তা সন্দেশখালি ১ নম্বরের ব্লক সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ শাহজাহান। সোমবার তাঁকে তৃতীয়বার তলব করে ED. যদিও, গত দু'বারের মতো এবারও হাজিরা দেননি তিনি। এদিন, আদালতে তৃণমূল নেতার আইনজীবী সওয়াল করেন, 'শেখ শাহজাহানের বিরুদ্ধে ED কোনও তথ্যপ্রমাণ দেখাতে পারছে না। বলছে শুধু, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে হাজিরা দাও। শেখ শাহজাহানের বিরুদ্ধে কিছু থাকলে তো তার ডকুমেন্ট চাইত। এই নিয়ে ৩ বার তলব করা হয়েছে।' তখন বিচারক প্রশ্ন করেন, শেখ শাহজাহান হাজিরা দিচ্ছেন না কেন? তখন শেখ শাহজাহানের আইনজীবী বলেন, 'এক্ষুনি হাজিরা দেবেন, ২ দিনের রক্ষাকবচ দিন। আমি জানি গেলেই অ্য়ারেস্ট করবে, তাই আদালতের দ্বারস্থ হয়েছি।' বিচারপতিকে শেখ শাহজাহানের আইনজীবী বলেন, 'ওনাদের (ED) বলে দিন যাতে গ্রেফতার না করে, তাহলেই হাজিরা দেবেন।'
ইডির (ED on Sheikh Shajahan) আইনজীবী তখন বলেন, 'এদের কথা শুনে এটাই মনে হচ্ছে, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আমরা এরকম কোনও কথা দিতে পারছি না। আইন মেনে যা করা উচিত সেটাই করা হবে।' ইডির আইনজীবী তখন বলেন, 'আমাদের মারধর করা হল, ছিনতাই করা হল, পাথর ছোড়া হল, আমাদের বিরুদ্ধেই FIR করা হয়েছে।' ইডির তরফে জানানো হয়েছে তাদের কাছে যাবতীয় নথি রয়েছে। তারপর বিচারক জানান, ২৩ তারিখ এই মামলার শুনানি হবে। ২৪ ফেব্রুয়ারি রায় দেব। আর দেরি করা হবে না।
তখন তৃণমূল নেতা শেখ শাহজাহানের আইনজীবী বলেন, 'ইডিকে বলুন এর মধ্য়ে যাতে আর কোনও নোটিস পাঠানো না হয়।' ইডির আইনজীবী তখন বলেন, এরকম কোনও কথা দিতে তারা পারছেন না।
আরও পড়ুন: 'ওকে আটকালেও ভেঙেচুরে সব বেরবে', মিঠুনের মুখে কার প্রশংসা?