কলকাতা: মঙ্গলবার কলকাতায় বিজেপির রাজ্য দফতরে আসছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কাল বা পরশু কলকাতায় (Kolkata News) আসছেন মিঠুন। শরীর ভাল থাকলে যাবেন বিজেপি-র (BJP) রাজ্য সদর দফতরে। জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
কলকাতায় আসছেন মিঠুন চক্রবর্তী
রবিবার সংবাদমাধ্যমে মিঠুনের আগমনের কথা জানান সুকান্ত। তিনি বলেন, "মিঠুনদার সঙ্গে কাল বা পরশু দলীয় কার্যালয়ে দেখা হবে আমার। মিঠুন আসবেন বলেছেন। কলকাতায় ঢুকছেন উনি। শরীর-স্বাস্থ্য ভাল থাকলে দীলয় কার্যালয়ে আসবেন। পরশু বিকেলে দেখা হচ্ছে ওঁর সঙ্গে।"
প্রথম জীবনে নকশাল আন্দোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে খোলামেলা ছিলেন মিঠুন। সেই নিয়ে গর্ববোধ করতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ২০১৪ সালে তৃণমূলনেত্তরী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পেয়ে রাজ্যসভার সাংসদ হন তিনি।
কিন্তু ২০২১-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মিঠুন। তত দিনে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাঁর একান্ত সাক্ষাৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এর পর যাবতীয় জল্পনাকে সত্য প্রমাণিত করে ২০২১-এর ২৭ মার্চ বিজেপি-তে যোগদান করেন মিঠুন।
এর পর বাংলায় গেরুয়া শিবিরের হয়ে প্রচারেও দেখা গিয়েছে মিঠুনকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে কলকাতার ব্রিগেডের সভা থেকে গা গরম করা ভাষণও দিতে দেখা যায় তাঁকে। বিখ্যাত সিনেমার সংলাপ 'আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি', 'মারব এখানে, লাশ পড়বে শ্মশানে',এমন সব মন্তব্য করে বিতর্কে জড়ান তিনি।
মিঠুনের কলকাতায় আগমন ঘিরে শোরগোল
কিন্তু বিধানসভা নির্বাচনের বিজেপি-র পরাজয়ের পর সে ভাবে বাংলার রাজনীতিতে আর দেখা যায়নি মিঠুনকেও। এক বছরেরও বেশি সময় পর তাই মিঠুনের আগমনের খবরে শোরগোল শুরু হয়েছে। বিজেপি-র কার্যালয়ে গিয়ে তিনি দলের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।