রাঁচি: হাঁটুর ব্যথায় কাবু মহেন্দ্র সিংহ ধোনি? চিকিৎসা করাতে তিনি যাচ্ছেন বৈদ্যের কাছে?
বিস্ময়কর শোনালেও, এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে শুক্রবার। জানা গিয়েছে, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) আজকাল হাঁটুর ব্যথায় (Knee Pain) ভুগছেন এবং চিকিৎসার জন্য গ্রামের এক বৈদ্যের কাছে যাচ্ছেন। এই বৈদ্য রাঁচির (Ranchi) একটি প্রত্যন্ত গ্রামে গাছের নিচে বসে রোগী দেখেন।
বন্ধন সিং খারওয়ার (Vaidya Bandhan Singh Kharwar) নামে ওই বৈদ্য বন্য ভেষজ ওষুধ দিয়ে চিকিৎসা করেন। ধোনির কাছ থেকে ওষুধের জন্য তিনি ৪০ টাকা ফিজ় নিয়েছেন বলেও জানা গিয়েছে।
লাপুং থানা এলাকার কাটিংকেলা (Katingkela) গ্রামে বৈদ্য বন্ধন সিং খারওয়ার গত ২৪ বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন। এলাকাটি রাঁচি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। একটি গাছের নিচে তাঁবু খাটিয়েই রোগী দেখেন বন্ধন। জানা গিয়েছে, গত একমাস ধরে ধোনি তাঁর ওষুধ নিতে ওই গ্রামে আসছেন। চারদিন অন্তর ধোনি আসেন ওষুধ নিতে।
এদিকে, ভারতীয় দলকে এজবাস্টন টেস্টে নেতৃত্ব দিচ্ছেন যশপ্রীত বুমরা। তিনি প্রেরণা খুঁজছেন ধোনির থেকেই। ম্যাচ শুরুর আগে বুমরা বলেছেন, “চাপ থাকলে সাফল্যের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আমি বরাবর দলের প্রতি দায়বদ্ধ। কঠিন চ্যালেঞ্জ নিতে ভালবাসি। ক্রিকেটার হিসেবে কঠিন পরিস্থিতিকে দু’হাতে আঁকড়ে ধরতে চাই। এক বার ধোনি ভাইয়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। ও জানিয়েছিল, ভারতকে প্রথম বার নেতৃত্ব দেওয়ার আগে কোনও দিন কোনও দলের অধিনায়ক হয়নি। এখন ওকে সর্বকালের সেরা অধিনায়ক বলা হয়। তাই নেতৃত্বের চাপ নিয়ে ভাবছি না। কী ভাবে দলকে সাহায্য করতে পারি, সেটা নিয়ে ভাবছি।”
আরও পড়ুন: কোহলিরা যে মাঠে টেস্ট খেলছেন, সেটাই হতে চলেছে ক্রুণালের ঘরের মাঠ, কীভাবে ?