কলকাতা: 'একের পর এক আমলা, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি-কে অবসরের পরও রাখা হচ্ছে, অথচ নতুন ছেলেমেয়েদের নিয়োগ করা হচ্ছে না', ব্রিগেড থেকে তীব্র আক্রমণ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (CPM leader Mohammad Salim)। একই সঙ্গে, পঞ্চায়েত ভোটের সময়ে জয়ী প্রার্থীকে শংসাপত্র দেওয়া নিয়েও জোরাল কটাক্ষ শোনা গেল তাঁর মুখে। অভিযোগ করলেন, 'সরকারি দফতরে যে আমলারা রয়েছেন তাঁদের বলি, পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করে, গুন্ডা-বদমায়েশদের সার্টিফিকেট দিয়েছিলেন। আজ দেশের বুকেই সীমানা তৈরি করছে।'


আর যা...
সরকারি দফতরের আমলাদের উদ্দেশে সিপিএম রাজ্য সম্পাদকের প্রশ্ন, 'পঞ্চায়েত নির্বাচনে বাক্সবদল করে, ভোট লুঠ করে, গুন্ডা-বদমায়েশকে সার্টিফিকেট দিয়ে, নির্বাচিত বামপন্থীদের প্রার্থীদের সার্টিফিকেট না দিয়ে, বিডিও অফিসের পিছন দিয়ে ব্যালট বাক্সগুলি ফেলে দিয়ে মনে করছেন, আপনারা খুব ভাল থাকবেন? সেই কথা ভুলে যান।' নাম না করে তাঁর কটাক্ষ, 'এই মহিলা নিজের পরিবার ছাড়া আর কাউকে দেখবেন না।' নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। মহম্মদ সেলিম মনে করান, ' গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায় কী রকম বলেছিলেন, দিদিকে ফোন করেছিলাম। ফোন তখন সুইচড অফ হয়ে গিয়েছে।' সিপিএমের রাজ্য সম্পাদকের কথায়, 'ওঁর এখন একটাই লক্ষ্য। নিজের পরিবারকে বাঁচানো।'


রাজনৈতিক প্রেক্ষাপট...
আর কয়েক মাস পরেই দেশে সাধারণ নির্বাচন। বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোটের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে কয়েক দফা মিটিং হয়েছে। কিন্তু বাংলায় এই জোটের সমীকরণ কী হবে, তা নিয়ে বিভ্রান্তি চরমে। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ যে তৃণমূলের সঙ্গে জোটে ভয়ঙ্কর ভাবে নারাজ, সেটা স্পষ্ট। সিপিএমের রাজ্য নেতারাও যে বিষয়টি নিয়ে মোটেও ইচ্ছুক নয়, সেটিও নানা ভাবে উঠে এসেছে। তার উপর, গত পঞ্চায়েত ভোটের রক্তক্ষয়ী স্মৃতিও টাটকা। এহেন পরিস্থিতিতে জানুয়ারির এই ব্রিগেড সমাবেশ থেকে সিপিএম নেতারা কী বার্তা দেন, সে দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। সেখান থেকে সিপিএমের রাজ্য সম্পাদক যে ভাবে, রাজ্যের শাসকদলকে একের পর এক ইস্যুতে তুলোধোনা করেছে, তার অন্য তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন অনেকে । ১০০ দিনের কাজ থেকে দুর্নীতি...একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। 'কত পেলে, কত খেলে তার হিসাব বাংলার মানুষকে আগে দিতে হবে', বলে সুর চড়ান তিনি।


 


আরও পড়ুন:‘দম থাকলে’...ব্রিগেড থেকে শুভেন্দুকে নিশানা, বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুড়লেন মীনাক্ষী