কলকাতা: ব্রিগেডের সমাবেশ শুরু হওয়ার আগে নন্দীগ্রাম থেকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার দুপুরে ব্রিগেডের মঞ্চে বক্তৃতার করার সময়, তাঁকে একহাত নিলেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিধানসভার অন্দরে যাঁরা নিজেদের বিরোধী বলে দাবি করেন, বিধানসভার বাইরে তাঁরা 'দিদিমণি'র কোলে দোল খান বলে মন্তব্য করলেন মীনাক্ষী। সেই নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জও ছুড়লেন তিনি। (Minakshi Mukherjee)


রবিবার দুপুরে বাম যুব সংগঠন DYFI-এর ব্রিগেড সমাবেশে মানুষের ঢল নামে। লাল-সাদা পতাকায় কার্যত ছেয়ে যায় শহর। সেই আবহেই মঞ্চে বক্তৃতা করতে ওঠেন মীনাক্ষী। একটানা বক্তৃতা শেষ করার আগে শুভেন্দুকে বিঁধতে শোনা যায় মীনাক্ষীকে। সরাসরি নাম না নিলেও রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্যের প্রধান বিরোধী দলকে নিশানা করেন তিনি। শাসকদলের সঙ্গে বিজেপি-র সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন। (DYFI Brigade Rally)


ব্রিগেডের সভায় এদিন মীনাক্ষী বলেন, "যাঁরা কথায় কথায় বলেন, 'আমরা বিরোধী দলনেতা', 'পশ্চিমবঙ্গের বিরোধী দল', আজ ব্রিগেডের মাঠ থেকে তাঁদের চ্যালেঞ্জ করছি। বিধানসভার স্পিকারের কাছে, বিধানসভার ভিতরে...আপনাদের যে বিধায়করা ভিতরে বিজেপি, আর বাইরে, গোটা রাজ্যে দিদিমণির কোলে দোল খাচ্ছেন, দম থাকলে তাঁদের আসন বাতিল করতে স্পিকারের কাছে আবেদন জানান। হাওয়া টাইট হয়ে যাবেন।"


আরও পড়ুন: Minakshi Mukherjee: ‘বড় মাঠে লড়াই হবে, সেখানে ধর্ম, ভাষার শর্ত থাকবে না’, ব্রিগেডে বললেন মীনাক্ষী


এর আগে, রবিবার সকালে নন্দীগ্রাম থেকে মীনাক্ষী এবং সিপিএম-কে কটাক্ষ করেছিলেন শুভেন্দু। বলেন, "ওদের কোনও অস্তিত্ব নেই। বামপন্থীরা অনেক আগেই নিজেদের লাইন থেকে সরে গিয়েছে। মীনাক্ষী বলবেন, তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো, জেল ভরো। বিজেপি-কেও যদিও চোর বলেন উনি। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পটনা, মুম্বই, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবেন। মানুষ সব দেখছেন।"


লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী I.N.D.I.A শিবিরে শামিল বাম-তৃণমূল দুই শিবিরই। দফায় দফায় বৈঠকেও একসঙ্গে অংশ নিয়েছে দুই শিবির। বাংলায় যদিও দুর্নীতি থেকে একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব বামেরা। লাগাতার চাঁচাছোলা ভাষায় জোড়াফুল শিবিরকে আক্রমণ করে চলেছে। সেই নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর কথায়, "দিল্লিতে পিসি-ভাইপো সাধু আর পশ্চিমবঙ্গে চোর! এই দু'রকম কথা বলে এঁদের কে বিশ্বাস করবে? দিল্লিতে দোস্তি, কলকাতায় দোস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভাল করে লড়তে হবে। অর্ধেক লড়ে কোনও লাভ নেই।" তার পরই ব্রিগে়ের মঞ্চ থেকে শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুড়লেন মীনাক্ষী।