কলকাতা: বঙ্গ রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য চলে গিয়েছে ঢের আগেই। এখন অস্তিত্ব রক্ষার লড়াই চলছে বলে মত দলের একাংশের। সে কথা উড়িয়ে দেওয়ার পরিবর্তে কার্যত স্বীকার করে নিলেন CPM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)। গত কয়েক মাসে মিটিং-মিছিলে লোক উপচে পড়লেও, তৃণমূলের বিকল্প হয়ে ওঠার মতো জায়গায় এখনও দল পৌঁছতে পারেনি বলে মেনে নিলেন তিনি।

Continues below advertisement


চেষ্টা চালিয়ে যেতে হবে বলে কর্মীদের বার্তা দিলেন সেলিম


CPM-এর দু'দিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠকে কোনও রকম রাখঢাক না করেই, অকপটে সত্যতা তুলে ধরতে শোনা গেল সেলিমকে। তিনি জানিয়েছেন, সম্প্রতি একাধিক কর্মসূচিতে ভিড় হলেও, এখনও তৃণমূলের বিকল্প হয়ে ওঠার মতো জায়গায় পৌঁছতে পারেনি দল। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে বলে কর্মীদের বার্তা দিলেন তিনি। মানুষের আস্থা অর্জন করতে হলে লেগে পড়ে থাকতে হবে বলেই বুঝিয়ে দিলেন।


২০২১-এর বিধানসভা নির্বাচনে শূন্যে নেমে গিয়েছে বামেরা। তাদের সাড়ে তিন দশকের রাজপাটের স্মৃতি এখন ইতিহাসের পাতাতেই বন্দি। বরং বর্তমানে সার্বিক গ্রহণযোগ্যতা রয়েছে, এমন জননেতা বা নেত্রী তুলে ধরতে পারছে না দল। জায়গায় জায়গায় মিটিং-মিছিল করলেও, আগের সেই ঝাঁঝ আর নেই লাল শিবিরের। এমনকি নিজেদের কোনও অবস্থান নেই, বিজেপি-র তোলা ইস্যু নিয়েই তাদের গলা ফাটাতে দেখা যাচ্ছে বলেও অভিযোগ উঠছে। 


আরও পড়ুন: Abhishek Banerjee: ‘শুধু লড়তে নয়, জিততে যাব’, বলেছিলেন অভিষেক, জাতীয় স্বীকৃতি চলে যাওয়ায় প্রশ্নের মুখে তাঁর নেতৃত্ব


সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়ে শরিক দল কংগ্রেস যদিও বা বিধানসভায় ফের পা রাখার সুযোগ পেয়েছে, এখনও মাটি খুঁজে চলেছে CPM. সমবায় সমিতির নির্বাচনে যে কয় জায়গায় জয় এসেছে, তা অলিখিত জোটের জন্য়ই সম্ভব হয়েছে। এমনকি পঞ্চায়েত নির্বাচন যখন এগিয়ে আসছে, সেই সময়ও জন সমর্থন নিয়ে জোর দিয়ে কিছু বলতে পারছেন না দলীয় নেতৃত্ব। 


RSS-এর অতিসক্রিয়তাও চিন্তার কারণ হয়ে উঠছে


পাশাপাশি সূত্রের খবর, গ্রাম বাংলায় বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের (RSS) অতিসক্রিয়তাCPM-এর চিন্তা বাড়াচ্ছে। অধিকাংশ জেলা কমিটির জমা পড়া রিপোর্টেই RSS-এর অতিসক্রিয়তার প্রসঙ্গ উঠে এসেছে। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছে জেলা কমিটিগুলি। সেই আবহে তৃণমূলের বিকল্প হিসেবে রাজ্যে ক্ষমতায় ফেরা তো দূর, প্রধান বিরোধী দল হিসেবে ফিরতেও যে অনেক দূর যেতে হবে, সেলিমের কথায় মিলল তাঁর ইঙ্গিত।