কলকাতা: ২০২৪ -এর লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) শেষ হতে বাকি আর মাত্র দু'দিন। আর শেষ দফা ভোটের আগে এ রাজ্যে একাধিক প্রচার কর্মসূচি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে শ্যামবাজারে রোড-শো করেন প্রধানমন্ত্রী (PM Modi)।


এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রীর মন্তব্য় বলে একটি বক্তব্য় উদ্ধৃত করে বাংলা সংবাদ চ্যানেল R Plus-এর একটি নিউজ কার্ড। এই নিউজ কার্ডে লেখা রয়েছে, 'সিপিএমকে নয়, তৃণমূলকে ভোট দিন, শেষ দফায় ডাক মোদীর।' অর্থাৎ যা থেকে বোঝা যাচ্ছে, শেষ দফা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, সিপিআইএম-কে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দিতে।


এক ফেসবুক ব্য়বহারকারী R Plus-এর ভাইরাল হওয়া নিউজ কার্ডটি পোস্ট করে লিখেছেন, 'দিদি জানালেন ১ জুন ইন্ডিয়ার বৈঠকে যাবেন না (দাদা খুশি) দাদা জানালেন সিপিএমকে নয় তৃণমূলকে ভোট দেওয়া ভাল। (দিদি খুশি) বুঝলেন?' (ক্যাপশনের সব বানান অপরিবর্তিত) এমনই একটি পোস্টের আর্কাইভ এখানে দেখা যাবে। এই পোস্টের মাধ্য়মে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি ১ জুন ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না। তাই নরেন্দ্র মোদীও সিপিআই(এম)-কে ভোট না দিয়ে তৃণমূলকে দিতে বলেছেন।




ইন্ডিয়া টুডে ফ্যাক্ট  চেক অনুসন্ধান করে দেখেছে যে R Plus-এর ভাইরাল নিউজ কার্ডটি ভুয়ো ও সম্পাদিত।


কীভাবে জানা গেল সত্য়?
আমরা প্রথমে ভাইরাল নিউজ কার্ডটির সত্যতা জানাতে এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করি। জানার চেষ্টা করি R Plus-এর তরফে তেমন কোনও নিউজ কার্ড প্রকাশ করা হয়েছে কিনা। কিন্তু আমরা কোনও তথ্য খুঁজে পাইনি যা থেকে প্রমাণ হয় ভাইরাল নিউজ কার্ডটি  R Plus-এর তরফে প্রকাশ করা হয়েছে।




বরং আমরা আমাদের কিওয়ার্ড সার্চে R Plus-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অন্য একাধিক নিউজ কার্ড দেখতে পাই। সেগুলির সঙ্গে ভাইরাল নিউজ কার্ডটিকে পাশাপাশি রেখে তুলনা করলে দুটির ফন্টের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য় করা যায়। এর থেকে অনুমান করা যায় ভাইরাল নিউজ কার্ডটি ভুয়ো হলেও হতে পারে। তখন আমরা ১০০ শতাংশ নিশ্চিত হয়ে যাই, যখন কিওয়ার্ড সার্চের সময় R Plus-এর অফিসিয়াল পেজে এই সংক্রান্ত একটি পোস্ট দেখতে পাই। সেখানে এই সংবাদমাধ্যমের তরফে ভাইরাল নিউজ কার্ডটিকে ভুয়ো হিসেবে উল্লেখ করা হয়েছে। লেখা হয়েছে, 'সোশ্যাল মাধ্যমে এই ধরনের একটি পোস্ট ঘুরছে যা সম্পূর্ণ মিথ্যা এবং আর প্লাস নিউজের ভাবমূর্তি কলুষিত করার জন্যই এই ধরনের পোস্ট তৈরি করে সোশ্যাল মাধ্যমে পোস্ট করা হয়েছে। এটি একটি Fake Post. R Plus News এই ধরনের পোস্টের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়।'  




এর থেকে স্পষ্ট হয়ে যায় R Plus-এর ভাইরাল নিউজ কার্ডটি ভুয়ো। কিন্তু এরপর আমরা জানার চেষ্টা করি আদৌও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি সিপিআইএম-কে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দিতে বলেছেন কিনা। কিন্তু আমরা এমন কোনও নির্ভরযোগ্য তথ্য বা প্রতিবেদন খুঁজে পাইনি যা থেকে প্রমাণ হয় যে সম্প্রতি নরেন্দ্র মোদি এহেন মন্তব্য করেছেন।


পক্ষান্তরে আমরা এমন একাধিক সংবাদ প্রতিবেদন দেখতে পাই যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একযোগে তৃণমূল ও সিপিআইএম-কে আক্রমণ করেছেন। ২৮ মে নিউজ ১৮ বাংলার একটি প্রতিবেদনে মোদীকে উদ্ধৃত করে লেখা হয়েছে, 'সিপিএম এবং তৃণমূল বাংলাকে বরবাদ করে দিয়েছে। সিপিএম এবং তৃণমূল নামেই দুটি পার্টি। ওদের দোকান আলাদা, কিন্তু ওরা যা বলে, ওরা যা করে সব এক। দোকান আলাদা হলেও পণ্য এক।'


এর থেকেই প্রমাণ হয় যে R Plus-এর ভাইরাল নিউজ কার্ডটি ভুয়ো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এহেন কোনও মন্তব্য করেননি।


শক্তি কালেক্টিভের অংশ হিসেবে ইন্ডিয়া টুডে কর্তৃক প্রকাশিত এই ফ্যাক্ট চেক আর্টিকলটি শিরোনাম ও কাস্টম এক্সার্পট ব্য়তীত বাকি অংশ প্রায় অপরিবর্তিত রেখে এবিপি লাইভ বাংলা কর্তৃক প্রকাশিত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন:  রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণাকে তলব ইডির! নজর আর্থিক লেনদেনে