সৌভিক মজুমদার, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের (CBI) সন্দেহভাজনের তালিকায় আরও বিধায়ক, কাউন্সিলর!দুর্নীতিতে যুক্ত থাকতে পারে এমন একাধিকের নাম আদালতে জানাল সিবিআই। এদের মধ্যে কয়েকজন বিধায়ক, কাউন্সিলর আছেন, কোর্টে জানাল সিবিআই। তা শুনেই প্রতিক্রিয়া জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের তালিকা দেখে তাঁর প্রশ্ন, 'এ তো সব মহাপুরুষ! এদের কবে জিজ্ঞাসাবাদ করবেন? লোকসভা ভোটের পর?' কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা বাকি আছে, বিচারপতির প্রশ্নের মুখে জানাল সিবিআই।
প্রশ্ন মানিক নিয়েও:
নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার হয়েছিলেন পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। এবার তাঁকে জেরা করা নিয়ে হাইকোর্টের (High Court) প্রশ্নের মুখে সিবিআই। হাইকোর্টের নির্দেশের পরেও জেলবন্দি মানিকে জেরা না করায় সিবিআইকে তিরস্কার বিচারপতির। তাঁর তোপ, 'আমার নির্দেশের পরেও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি। দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন, আমার তো মনে হয় যোগসাজশ আছে। আমার তো মনে হয় সিবিআই-মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশ আছে। আমার তো মনে হয় সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ আনার বুদ্ধি দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে আসুন, তাহলে গ্রেফতার করব না বুদ্ধি দিয়েছিল সিবিআই আধিকারিকরাই।' সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নিতে বারণ করেছে। জিজ্ঞাসাবাদ করতে তো বারণ করেনি। OMR শিট দুর্নীতি মামলায়, মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে, CBI-এর উদ্দেশে এমনই মন্তব্য় করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এদিন, কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশে বিচারপতি বলেন, OMR শিট নষ্ট করা নিয়ে মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন? উত্তরে CBI-এর আইনজীবী বলেন, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করছেন না। তখন ফের বিচারপতি জানতে চান, CBI মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না, এই নির্দেশ প্রত্যাহারের কোনও আবেদন আপনারা জানিয়েছেন? টাকার বিনিময়ে স্কুলে চাকরি বিলির পর, সামনে এসেছে, প্রাথমিক স্কুলে পোস্টিং দুর্নীতির অভিযোগও! সেই মামলায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রেসিডেন্সি জেলে গিয়ে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ম্য়ারাথন জেরা করে সিবিআই। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক। তাঁকে জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ড, হাইকোর্টের এজলাসে চালিয়ে দেখার উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারই প্রেক্ষিতে, সোমবার বিচারপতি প্রশ্ন করেন, মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা যাবে না, এই নির্দেশ প্রত্যাহারের কোনও আবেদন CBI জানিয়েছে? CBI-এর উদ্দেশে বিচারপতি বলেন, 'আপনারা কি অভিযুক্ত মানিক ভট্টাচার্যর সঙ্গে আছেন? মানিক ভট্টাচার্য যদি সহযোগিতা না করেন, তাহলে সুপ্রিম কোর্টের দেওয়া, আগের রক্ষাকবচ প্রত্যাহারের জন্য আবেদন করছেন না কেন?'