সন্দীপ সরকার, কলকাতা: গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গের (South Bengal) ১৭টি জেলা ও স্বাস্থ্য জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত (Dengue Infection) হয়েছেন ২ হাজার ৬১৩ জন। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ১৪০। চলতি মরশুমে আক্রান্তের নিরীখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। তিন নম্বর স্থানে মুর্শিদাবাদ। 


কী পরিস্থিতি?
নির্মাণকর্মীকে মেয়র পারিষদের চড়, ঠিকাদারকে ঘাড়ধাক্কা পুর পারিষেদের। আছে জঞ্জাল সাফাই, ব্লিচিং পাউডার, মশা মারার তেল.... আরও কত কী! কিন্তু কাজে আসছেন না কোনও দাওয়াই! পুজোর মুখে শেষ বর্ষায় রাজ্যে ভয়াবহ দাপট দেখাচ্ছে ডেঙ্গি। বাড়ছে আক্রান্তের সংখ্যা! লম্বা হচ্ছে আক্রান্ত হয়ে মৃতদের তালিকা। স্বাস্থ্য দফতরেরই পরিসংখ্যান বলছে, ২৭ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দক্ষিণবঙ্গের ১৭টি জেলা ও স্বাস্থ্য জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৩ জন। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ১৪০। এর মধ্যে জুন মাসে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। জুলাই মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬ গুনের বেশি বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭৭৮। শুধু অগাস্ট মাসে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন ১৫ হাজার ৬৭২ জন। যা আগের মাসের তুলনায় ৪ গুনেরও বেশি। এবং শুধু সেপ্টেম্বর মাসে (২৭ তারিখ পর্যন্ত) রাজ্যে আক্রান্তের হন ২৪ হাজার ২২৩ জন। আগের মাসের তুলনায় যা প্রায় ৫৫ শতাংশ বেশি।

ডাক্তাররা যা বলছেন...
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দলুই বলেন, 'সরকারি পরিসংখ্যানের থেকে আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে। অনেকে সময় মতো পরীক্ষা করান না। দিকে দিকে প্যান্ডেল হচ্ছে। তার পকেটগুলোও খেয়াল রাখতে হবে।' চলতি মরশুমে আক্রান্তের নিরীখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। তিন নম্বর স্থানে মুর্শিদাবাদ। বছরের শুরু থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১০ হাজার ১৪৫। কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত ৫ হাজার ৭০১ জন। মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২১৮। ডেঙ্গি সংক্রমণের পরিসংখ্যানে পিছিয়ে নেই, অন্যান্য জেলাও। চতুর্থ স্থানে রয়েছে নদিয়া, আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১২। হুগলিতে আক্রান্ত ৩ হাজার ৮৩, হাওড়ায় ২ হাজার ২২৮, ঝাড়গ্রামে ১ হাজার ৫১০
১ হাজার ৬৬৪ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে মালদায়। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১ হাজার ৬১৪। এবং পশ্চিম মেদিনীপুরে ১ হাজার ২২৫। চিকিৎসক রাহুল জৈনের মতে, 'জ্বর হলে প্রথম দিনেই পরীক্ষা করাতে হবে। বাড়িতে থাকলে প্লেটলেট, পিসিবি, লিভার ফাংশন টেস্ট রোজ করাতে হবে। পেটব্যাথা, মাথা ঘোরানো, বমি হলে হাসপাতালে নিয়ে যেতে হবে।' এছাড়াও ডেঙ্গি ছড়িয়েছে পশ্চিম বর্ধমান(১ হাজার), ডায়মণ্ডহারবার (৮৬১), পূর্ব বর্ধমান (৭৬৪), বাঁকুড়া (৪৪৭), পূর্ব মেদিনীপুর (৪১৯), নন্দীগ্রাম (১৯৫) ও পুরুলিয়ায় (২০৮)। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ, সতর্ক ও সচেতন থাকার। জ্বর হলেই পরীক্ষা করাতে হবে ডেঙ্গি। মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ।


 


আরও পড়ুন:টাকা না দেওয়াতেই দেওয়াল ধসে মৃত্যু, রক্ত BJP-র হাতে, গিরিরাজকে গ্রেফতারের দাবি অভিষেকের