OnePlus Pad Go: ওয়ানপ্লাস প্যাড গো (OnePlus Pad Go) আগামী ৬ অক্টোবর ভারতে লঞ্চ হতে চলেছে। Twin Mint রঙে এই ট্যাব ভারতে লঞ্চ হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) মাইক্রোসাইটে এই ট্যাবের নাম লাইভ হয়েছে। অর্থাৎ লঞ্চের পর অ্যামাজন থেকে কেনা যাবে এই ট্যাব। শুধু তাই নয়, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল এই ট্যাব লঞ্চের পরেই যেহেতু চালু হবে, তাই দামের ক্ষেত্রে ছাড় থাকতে পারে। ওয়ানপ্লাস প্যাড গো ট্যাবে থাকতে পারে একটি কোয়াড স্পিকার ইউনিট এবং ডলবি অ্যাটমোস সাপোর্ট। এর মাধ্যমে ইউজাররা সিনেম্যাটিক সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন। এর আগে শোনা গিয়েছিল ওয়ানপ্লাসের এই ট্যাবে ১১.৩৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। সেখানে আবার ২.৪কে রেজোলিউশন পাওয়া যাবে। 


ওয়ানপ্লাস প্যাড গো- এই ট্যাবের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন


৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ট্যাব লঞ্চের সম্ভাবনা রয়েছে। ১২৮ জিবি স্টোরেজ নিয়েও একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। UFS 2.2 ইনবিল্ট স্টোরেজ থাকতে চলেছে ওয়ানপ্লাস প্যাড গো মডেলে। এই ট্যাব একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। রেয়ার এবং ফ্রন্ট ক্যামেরা মডিউলে ৮ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। এছাড়াও এই ট্যাবে একটি ৮০০০ এমএএইচ ব্যাটারি, ইউএসবি ২.০ টাইপ- সি পোর্ট থাকতে পারে এই ট্যাবে। ওয়াই-ফাই এবং সেলুলার, দুই ভ্যারিয়েন্টেই লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস প্যাড গো। 


স্যামসাং গ্যালাক্সির নতুন ট্যাবও লঞ্চ হতে চলেছে ভারতে


স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন এবং স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন প্লাস মডেলে ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে আগামী ৪ অক্টোবর। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২৩ চলাকালীন এই ট্যাব দেশে লঞ্চ হবে। ফ্লিপকার্টের এই সেল শুরু হতে চলেছে ৮ অক্টোবর এবং তা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আটদিন ব্যাপী এই সেলে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন মডেল লঞ্চের পরিকল্পনাও রয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থার। সূত্রের খবর, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৯ ফ্যান এডিশন প্লাস মডেলের দাম ভারতে হতে পারে ৪০ হাজার টাকার আশপাশে। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২৩- এ এই ট্যাব কেনা যাবে। অনুমান, দামের ক্ষেত্রে ছাড় থাকতে পারে। অন্যদিকে আবার শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস৯ ফ্যান এডিশন ৪ অক্টোবর লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে স্যামসাং কর্তৃপক্ষ এই প্রসঙ্গে কিছু জানায়নি।