রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ওপারে অশান্তির আগুন, এপারে অনুপ্রবেশের চেষ্টা। জলপাইগুড়ির মানিকগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা হয়। সেখানে প্রায় ১২০০ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটকাল বিএসএফ। কাঁটাতার না থাকায় চিলডাঙা গ্রামে জিরো পয়েন্টে ঢোকার চেষ্টা করা হচ্ছিল। সীমান্ত পেরনোর আগেই অনুপ্রবেশকারীদের আটকে দেয় বিএসএফ। অনুপ্রবেশ রুখতে গ্রামে গ্রামে গিয়ে সতর্ক করছে বিএসএফ (BSF)।


বিএসএফ-এর ৯২ ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনোজ কুমার গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেছেন। সচেতন করেছেন। সবদিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। নতুনলোক দেখলে কথা বলার পরামর্শ দিয়েছিলেন। যাতে অনুপ্রবেশকারীদের চেনা যায়। মঙ্গলবারই জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ি নতুন সর্দার পাড়ায় গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ আধিকারিকরা।


বাংলাদেশে কার্যত নৈরাজ্য চলছে। সেই কারণেই বাংলাদেশ থেকে ভারতে যে অনুপ্রবেশ ঘটতে পারে সেই আশঙ্কা আগেই করা হয়েছিল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পরেই বাংলাদেশ ও ভারতের সীমান্তে কড়া নজরদারি শুরু হয়। বিএসএফ কড়া নিরাপত্তার বলয় আরও আটোসাঁটো করে। তার মধ্যেই এদিন জলপাইগুড়িতে ধরা পড়ল অনুপ্রবেশের চেষ্টা। জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্ত নিয়ে ভারতে ঢোকার চেষ্টা প্রায় ১২০০ বাংলাদেশির।  কাঁটাতারবিহীন চিলাডাঙা সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গেলে , তাঁদের আটকে দেয় বিএসএফ। 


ANI-সূত্রের খবর, একজন সিনিয়র বিএসএফ অফিসার জানিয়েছেন, উত্তরবঙ্গের বিস্তীর্ণ বাংলাদেশ সীমান্তের নানা জায়গায় বাংলাদেশের বহু নাগরিক ভিড় করেছিলেন। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং বিএসএফ-এর সাহায্য়ে  তাঁদের সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।


 





বাংলাদেশে এখন যে অরাজক পরিস্থিতি চলছে তাতে তার প্রভাব ভারতে এসে পড়বে এমন মনে করা হচ্ছিল আগেই। বাংলাদেশের পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গে শরণার্থীর ঢেউ এসে পড়তে পারে বলে মনে করা হচ্ছিল।      


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: 'সকল ধর্মের-গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে' সাফ বার্তা খালেদা জিয়ার