বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: SSC দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) এখনই হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আবেদনের শুনানি। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Former Education Mail)। কিন্তু তাঁর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির সম্ভাবনা কম। আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে। আবেদন ত্রুটিমুক্ত করতে বলা হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে সুপ্রিম কোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা।
এখনই সুপ্রিম কোর্টে হচ্ছে না পার্থর আবেদনের শুনানি: গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী ডিভিশন বেঞ্চে গেলেও, পদ্ধতিগত ত্রুটির কারণে সেই মামলা গৃহীত হয়নি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, বুধবার সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখার যে নির্দেশ দিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই মামলার দ্রুত শুনানি হচ্ছে না দেশের সর্বোচ্চ আদালতের।
এদিকে SSC দুর্নীতি মামলায় আজ দ্বিতীয়বার নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়। তার আগে সকালে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাকতলার বাড়িতে হাজির হন আইনজীবীরা। এরপর সকাল ১০টা ১৭-এ বাড়ি থেকে নিজাম প্যালেসের উদ্দেশে রওনা দেন পার্থ চট্টোপাধ্যায়। নির্ধারিত সময়ের পনেরো মিনিট আগেই পৌঁছে যান সিবিআই দফতরে। তাঁকে নিজাম প্যালেসের ১৫ তলায় দুর্নীতিদমন শাখার দফতরে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। এদিন সিবিআইয়ের কাছে আয়কর সংক্রান্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেন পার্থ চট্টোপাধ্যায়।
SSC দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে গত বুধবার সিবিআই দফতরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। সাড়ে তিনঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।সিবিআই সূত্রে খবর, প্রথম দিন জিজ্ঞাসাবাদে প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেন, SSC-র উপদেষ্টা কমিটি গড়লেও, সেই কমিটির ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল না। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তিনি কিছু জানতেন না বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, গোয়েন্দারা জানতে চান, উপদেষ্টা কমিটির ওপর কার নিয়ন্ত্রণ ছিল, কার নির্দেশে নিয়োগ হয়েছিল।তত্কালীন শিক্ষামন্ত্রী হিসেবে তিনি দুর্নীতির দায় এড়িয়ে যেতে পারেন কিনা, এই সমস্ত প্রশ্নের জবাব পেতেই আজ পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
আরও পড়ুন: Partha Chatterjee : নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতেই না ! সিবিআইকে আর কী জানিয়েছেন পার্থ ?