রাজীব চৌধুরী, অনির্বাণ বাগচী, করুণাময় সিংহ: ফের উদ্ধার হল বেআইনি অস্ত্র। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় বারবার অস্ত্র উদ্ধার হয়েছে। সেই ছবিই ফের দেখা গেল। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দুই জেলা মুর্শিদাবাদ ও মালদা থেকে ফের উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজ। পুলিশের জালে একাধিক সন্দেহভাজন অস্ত্রকারবারি। বেআইনি অস্ত্রের রমরমা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।


সব ঠিক থাকলে আগামী বছরেই বাংলায় পঞ্চায়েত ভোট। তার অনেক আগে থেকেই, প্রায় প্রতিদিন দিকে দিকে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। বুধবার বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুই জেলা মুর্শিদাবাদ ও মালদার একাধিক জায়গায় হানা দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একাধিক অস্ত্র কারবারিকে। আগ্নেয়াস্ত্র নিয়ে ফতেপুর ফেরিঘাটে জড়ো হয়েছেন তিনজন। সূত্র মারফত এই খবর পেয়ে বুধবার সন্ধেয় অভিযান চালায় ডোমকল থানার পুলিশ। তিনজনকেই গ্রেফতার করে তারা। উদ্ধার হয় দুটি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি। 


কী উদ্দেশ্যে, কোথায় অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল? সেই তদন্ত শুরু করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু করে তার তদন্ত চালাচ্ছে পুলিশ। মুর্শিদাবাদের রেজিনগরেও পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, ধৃত অস্ত্র কারবারি নদিয়ার কালীগঞ্জের বাসিন্দা। পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে দেদার বেআইনি অস্ত্র উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এনিয়ে একযোগে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।


তুঙ্গে তরজা:
মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি শাখারভ সরকার বলেন, 'রেজিনগর, বেলডাঙা, ডোমকল, জলঙ্গি বিধানসভা কেন্দ্রে বোমা গুলি শিল্পে পরিণত হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের দমাতেই এত অস্ত্র।' সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমানের অভিযোগ, 'ডোমকলকে অশান্ত করার চেষ্টা।' মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, 'মুখ্যমন্ত্রী বলার পরেও সব অস্ত্র উদ্ধার হয়নি। পঞ্চায়েতে ভোটের আগে যা অস্ত্র উদ্ধার হবে তাতে চিনের সঙ্গে ৬ মাস যুদ্ধ করা যাবে।' বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভানেত্রী শাওনী সিংহ রায় বলেন, 'অস্ত্র উদ্ধার হচ্ছে ভাল দিক। যাতে পঞ্চায়েত ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। অস্ত্র উদ্ধার নিয়ে কুৎসা না করে সাহায্য করুন।'


মুর্শিদাবাদের প্রতিবেশী জেলা মালদাতেও, অবৈধ অস্ত্রের রমরমা। ভূতনির গদাই চরে অভিযান চালিয়ে ২ সন্দেহভাজন অস্ত্রকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড কার্তুজ। 


আরও পড়ুন: ঝাঁ চকচকে বাড়ি, তবুও নাম তালিকায়,  আবাস যোজনায় 'দুর্নীতি'?