কমলকৃষ্ণ দে, মেমারি: পুরভোটের (Municipal Election) নির্ঘণ্ট ও প্রার্থী তালিকা ঘোষণার আগেই পূর্ব বর্ধমানের (East Burdwan) মেমারিতে (Memari) প্রচারে নামল তৃণমূল (TMC)। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে গতকাল ৪ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরলেন মেমারি শহর তৃণমূলের সভাপতি। ভোটারদের কাছে তুলে ধরলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্য। বিজেপির (BJP) দাবি, করোনা পরিস্থিতিতে ভোট হলেও কোভিড বিধি না মেনেই প্রচার করছে তৃণমূল। বিজেপির কাজ বাড়িতে বসে সমালোচনা করা, পাল্টা কটাক্ষ শাসকদলের। 


মেমারি শহর এলাকার ৪ নং ওয়ার্ডে শহর তৃণমূলের উদ্যোগে শুরু হল ভোট প্রচার। পাশাপাশি প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন করা হয়। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী,বার্ধক্য ভাতা,দুয়ারে সরকার,দুয়ারে রেশন,স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরেন তৃণমূল  নেতৃত্ব।  এছাড়াও শহরের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কথাও প্রচার করা হয়।


করোনা পরিস্থিতিতে বন্ধ সভা। তাই বাড়ি বাড়ি প্রচারকে গুরুত্ব দিতেই এই উদ্যোগ বলে জানান স্বপন ঘোষাল। তাঁর কথায়, সব ওয়ার্ডে প্রার্থী একজনই তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ট। তাই প্রার্থী নিয়ে না হলেও তৃণমূলকে জয়ী করার আহ্বান জানিয়েই প্রচার করা হচ্ছে। বিজেপি বর্ধমান সদর সাংগঠনিক জেলার সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, “স্কুল,কলেজ বন্ধ। শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলছে। সেদিকে না তাকিয়ে করোনা পরিস্থিতিতে ভোট ঘোষণা না হওয়া সত্ত্বেও করোনা বিধিকে তোয়াক্কা না করে শাসক দলে প্রচার করছে। আসলে ভোটটাই তাঁদের আসল লক্ষ্য।’’


গত পুর নির্বাচনে মেমারিতে উড়ালপুল, গার্লস স্কুল, উন্নত নিকাশী ব্যবস্হার প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হলেও তা পূরণ হয়নি। সেখানে আবার নতুন করে ভোট ঘোষণার আগেই ভোটের প্রচার শুরু করেছে শাসকদল তৃণমূল। মেমারিবাসী তার যোগ্য জবাব দেবে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের মেমারি শহর সভাপতি স্বপন ঘোষাল। তিনি বলেন, “ঘরে বসে সমালোচনা করাই ওদের কাজ। তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের পাশে আছে এবং থাকবে।’’


আরও পড়ুন: BJP: ফের ভাঙন পদ্মে, দিলীপ ঘোষ খড়গপুরে থাকাকালীন তৃণমূলে যোগ বিজেপির বুথ সভাপতির