রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : শিলিগুড়িতে (Siliguri Municipality) ইভিএম (EVM) কারচুপি করে ভোটে জিতেছে তৃণমূল (TMC)। জলপাইগুড়িতে পুরভোটের (Jalpaiguri Municipality) প্রচারের গিয়ে এমনই দাবি করলেন বিজেপি (BJP) বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বিজেপিই ইভিএমে কারচুপি করে, পাল্টা দাবি তৃণমূলের। রবিবার জলপাইগুড়ি পুরসভায় ভোট। তার আগে ফের ইভিএমে কারচুপির অভিযোগ ঘিরে সরগরম রাজনীতির ময়দান। প্রসঙ্গত, এই প্রথমবার নিরঙ্কুশভাবে ভোটে জিতে শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল।


রবিবারই ৪ পুরসভায় দলের হারের জন্য ইভিএম কারচুপির অভিযোগে সরব হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার বলেছিলেন, 'ম্যাক্সিমাম পুরসভাগুলোতে খুব সন্দেহজনক ভোট হচ্ছে। আসানসোল বিধাননগরে ভোট হয়নি। পুরনো ইভিএম মেশিন ব্যবহারে কারসাজি। অশোক ভট্টাচার্যের হারা সন্দেহজনক।' তারই কথার রেশ যেন পাওয়া গেল বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের গলায়। 


জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রচার করেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক বিস্ফোরক দাবি তুলে বলেছেন, 'শিলিগুড়ির মতো এখানেও ইভিএম কারচুপি হবে,  কারচুপি করে গৌতম দেব ৩৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন।' প্রচারে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তিনি আরও বলেন, 'শাসক দল উন্নয়নের ঢাক পিটিয়ে যাচ্ছে সেই এগারো সাল থেকে, তৃণমূলের উন্নয়ন মানে, মস্তানি করা।'


বিজেপি বিধায়কের যে দাবি প্রসঙ্গে পাল্টা আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসকদল। জলপাইগুড়ির যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেছেন, 'ভাগ্যক্রমে জিতেছে। শিখার বাতি নিভে গেছে। অশোক বলছেন ফ্রি ফেয়ার ভোট হয়েছে। এসব কাজ বিজেপি করে, তৃণমূল করে। বিজেপি নাটক করছে।' সবমিলিয়ে আগামী রবিবার রাজ্যজুড়ে ১০৮ পুরসভা ভোটের আগে ফের একবার তরজা ইভিএম কারচুপি ঘিরে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগেও রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল ইভিএম কারচুপি প্রসঙ্গ ঘিরে। যে কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকেই অভিযোগ উঠলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছিল ।


 


আরও পড়ুন-দালালরাজ,সিন্ডিকেট বরদাস্ত নয়, শপথের আগে হুঁশিয়ারি শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেবের