সমীরণ পাল, অশোকনগর: পুরভোটের (Municipal Election 2022) প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অশোকনগরের (Ashoknagar) তৃণমূল বিধায়ক (TMC MLA)। বামেদের অবস্থা বোঝাতে, কুকুরের সঙ্গে তুলনা টানলেন নারায়ণ গোস্বামী। পরে অবশ্য তাঁর দাবি কোনও দলের সঙ্গে তুলনা করেননি। এই নিয়ে সিপিএমের (CPIM) আক্রমণের মুখে পড়েছেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক।


রাজ্য বিধানসভার (West Bengal Legislative Assembly) ইতিহাসে এই প্রথমবার কোনও প্রতিনিধি নেই বামেদের। এই প্রেক্ষাপটে বামদের বর্তমান পরিস্থিতি বোঝাতে গিয়ে, কুকুরের সঙ্গে তুলনা টানলেন অশোকনগরের (Ashoknagar) তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami)। অশোকনগর-কল্যাণগড় (Ashoknagar-Kalyangarh) পুরভোটের প্রচারে তাঁর মন্তব্য ঘিরে বেধেছে বিতর্ক। তৃণমূল বিধায়কের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম (CPIM)। নারায়ণ গোস্বামী বলেন, “কুকুরের যদি মাথায় ঘা হয়, কুকুর সারাতে পারে না। কুকুর মারা যায়। তো ২০১১ সালে বামফ্রন্ট নামক বস্তুর মাথায় ঘা হয়ে গেছে। এ আর বাঁচবে না।’’


এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে বামেরা। সিপিএমের উত্তর ২৪ পরগনার জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর বলেন, “এই সংস্কৃতি অশোকনগরের নয়। এধরনের তুলনা টানা দৈন্যতা প্রকাশ করছেন। মরে গেল আমাদের নিয়ে এত উৎকণ্ঠা কীসের?’’


এবার অশোকনগর কল্যাণগড় পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে তৃণমূলের সঙ্গে লড়াই হচ্ছে বামেদের। বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের নিন্দার ঝড়। যদিও তৃণমূল বিধায়কের সাফাই, “কখনও সেই দলটাকে তার সঙ্গে তুলনা করিনি। সাবজেক্টের সঙ্গে অ্যাড্রেস করতে বলেছি। সিপিএমের মাথায় ঘা হয়েছে, মাথায় ঘা হলে আর রোগী বাঁচে না।এটাই বলতে চেয়েছি।’’


এদিকে হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কার। গতকাল উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) একসঙ্গে ৬১ জন বিক্ষুব্ধকে বহিষ্কার করে তৃণমূল (TMC)। জেলার ২৫ পুরসভায় ৬১ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলকে বহিষ্কার (Expelled)। জেলাজুড়ে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেন ৬৭ জন। হুঁশিয়ারির পর আগেই ৬ জন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। চূড়ান্ত হুঁশিয়ারির পরেও অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত।


আরও পড়ুন: Contai News: ‘নিষ্ঠার সঙ্গে কাজ করলেও সুযোগ দেয়নি তৃণমূল, এখন হুমকি দিচ্ছে’, দাবি কাঁথির নির্দল প্রার্থী অমলেশের