সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: হুগলি জেলায় পুরভোটে (Municipal Election 2022) তৃণমূলে প্রার্থী বিক্ষোভ অব্যাহত। পিছিয়ে নেই বিজেপিও। শ্রীরামপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে স্ত্রী রেখারানি শা প্রার্থী হলেও স্বামী টিকিট পাননি। তাই নির্দল হিসেবে পাশের ১০ নম্বর ওয়ার্ডে মনোনয়ন জমা দিলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা রাজেশ শা। ২৪ নম্বর ওয়ার্ডে টিকিট না পেয়ে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর নাসিমা পরভিন ও তাঁর স্বামী বিক্ষুব্ধ তৃণমূল নেতা আকবর আলি। 


এদিকে, বৈদ্যবাটি পুরসভায় (Baidyabati MNunicipality) প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের (TMC) দুই বিধায়কের তরজা। ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী নিয়ে প্রকাশ্যে চণ্ডীতলার বিধায়ক স্বাতী খোন্দকার ও চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইয়ের মতান্তর প্রকাশ্যে। অন্যদিকে, শ্রীরামপুর পুরসভার (Sreerampur Municipality) ২৯ নম্বর ওয়ার্ডে বিজেপির বিদায়ী কাউন্সিলর রাজেশ সিং এবার টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।


পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে একাধিক জায়গায় অসন্তোষের ছবি সামনে এসেছে। প্রার্থীতালিকায় জায়গা না পেয়ে তৃণমূলে ‘বিদ্রোহ’ অব্যাহত। কোথাও পথ অবরোধ করে বিক্ষোভ।  কোথাও আবার পুরভোটে টিকিট না পেয়ে মায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছে ছেলে।  পুরভোটের মুখে শাসক দলের অন্দরে অসন্তোষ ক্রমশ বাড়ছে জেলায় জেলায়। একইভাবে প্রার্থী নিয়ে ক্ষোভ বাড়ছে বিজেপির অন্দরেও। 


এদিকে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থীর স্বামী। কামারহাটির পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিদায়ী কাউন্সিলর অমিত দালের স্ত্রী মায়া দাস। গতকাল স্ত্রীর হয়ে প্রচারে বেরিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন বিদায়ী কাউন্সিলর। তাঁর আমলে এলাকায় কোনও উন্নয়ন হয়নি। তাই বিদায়ী কাউন্সিলরের স্ত্রীকে তাঁরা প্রার্থী হিসেবে মানবেন না বলে দাবি করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল প্রার্থীর স্বামী। অন্যদিকে,পুরভোটের আগেই বনগাঁয় অশান্তি। ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দিব্যেন্দুবিকাশ বৈরাগীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর শক্তিগড় এলাকায়। প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


আরও পড়ুন: Burdwan Municipality : ওয়ার্ড ৩৫, মনোনয়ন জমা ৪২টি ; তৃণমূলের প্রার্থী-ক্ষোভ বর্ধমান পুরসভাতেও