বিশ্বজিৎ দাস, খড়গপুর: খড়গপুর (Kharagpur) পুরভোটে (Municipal Election 2022) এবার মামা-ভাগ্নের লড়াই। তৃণমূলের হয়ে দাঁড়িয়ে জয়ের ব্যাপারে আশাবাদী মামা। স্থানীয় সমস্যা নিয়ে লড়াই মামার বিরুদ্ধে নয়, শাসকদলের প্রার্থীর বিরুদ্ধে। দাবি কংগ্রেস প্রার্থীর।
সম্পর্কের রসায়ন যাই হোক। ভোটের ময়দানে তাঁরা প্রতিপক্ষ। লড়াইয়ে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। মামা বনাম ভাগ্নে, পুরভোটে এমনই যুদ্ধের সাক্ষী থাকতে চলেছে খড়গপুর শহর।৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে লড়ছেন ২ বারের কাউন্সিলর তৈমুর আলি খান। তাঁর লড়াই কংগ্রেসের খুরশেদ আলি খানের সঙ্গে। যিনি সম্পর্কে তৃণমূল প্রার্থীর ভাগ্নে। কিন্তু ভোট যে বড় বালাই। তাই প্রচারে নেমে মামা-ভাগ্নের সম্পর্ককে দূরে সরিয়েই, একে অন্যকে আক্রমণও করছেন দুই প্রার্থী।
খগড়পুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তৈমুর আলি খানের কথায়, “ওর শখ হয়েছে তাই নেমেছে, ও কোনও রাজনীতির সঙ্গে যুক্ত নয়। মানুষ ওকে চেনে না জানে না। এখানে একতরফা ভোট হবে। বিপুল ভোটে আমি জিতব।’’ ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী খুরশেদ আলি খানের কথায়, “এই ওয়ার্ডে দুর্নীতি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আমফানের টাকা। মানুষ ক্ষুব্ধ। তারা পরিবর্তন চায়। মামার বিরুদ্ধে নয় প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছি।’’
ভোটাররা অবশ্য দুই প্রার্থীর পারিবারিক সম্পর্ককে গুরুত্ব দিতে নারাজ। ওই ওয়ার্ডের বাসিন্দা আলেদা বিবির কথায়, “এত বছর ধরে এই ওয়ার্ডে তৈমুর আলি খান ছিলেন। পানীয় জলের সমস্যা। জল নিকাশির ব্যবস্থা নেই। ঘরের সমস্যা আছে।’’ আরেক বাসিন্দা কালাম আহমেদ বলেন, “ভাগ্নে আসুক ভাইপো আসুক কাউকে চিনিনা জানিনা। পরিবার দেখে তো ভোট দেব না।’’ পুরভোটের লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, মামা না ভাগ্নে? জানা যাবে ফল প্রকাশের দিনই।
আরও পড়ুন: Municipal Election 2022: নির্দল ইস্যুতে কড়া অবস্থান তৃণমূলের, জেলায় জেলায় বিক্ষুব্ধদের বহিষ্কার