বিজেন্দ্র সিংহ, জয়দীপ হালদার, জয়ন্ত রায়, ডায়মন্ডহারবার : রাস্তায় আগুন জ্বলছে! বিক্ষোভ-অবরোধ হচ্ছে । পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে বেনজির অসন্তোষের ছবি সর্বত্র! এরইমধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোন প্রার্থী তালিকা আসল!
মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee) ' কিন্তু, এই নির্দেশের কার্যত উল্টো ছবি ধরা পড়ছে '। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee ) গড় ডায়মন্ড হারবার পুরসভায় ! ডায়মন্ড হারবার পুরসভায় প্রথম তালিকায় যাঁদের নাম আছে, তাঁদের নিয়েই শুরু হয়ে গেছে পুর-প্রচারের পর্ব। যেমন ডায়মন্ডহারবার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের টিকিট প্রত্যাশী রাজর্ষি দাস।
প্রথম তালিকায় তাঁর নাম ছিল, কিন্তু সংশোধিত তালিকায় নেই! অথচ তিনি প্রচার করে যাচ্ছেন। এবং জোর গলায় বলছেন প্রথম তালিকাকেই মান্যতা দিচ্ছেন! তৃণমূল নেতা রাজর্ষি দাস জানান, ' দ্বিতীয় তালিকায় নাম নেই। প্রথম তালিকায় মান্যতা দিয়ে প্রচার করছি। মানুষের কথা শুনছি'
আরও পড়ুন :
অখিলেশের সঙ্গে মমতার ভার্চুয়াল ভাষণ আজ, সম্প্রচার করবে সমাজবাদী পার্টি
প্রাক্তন পুরপ্রশাসক প্রণব দাস জানান, ' আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের প্যাডে যে নাম আছে, সেটা প্রথম লিস্ট । প্রথম লিস্ট ধরে এগোচ্ছি...দ্বিতীয় লিস্টের গুরুত্ব নেই' ।
ডায়মন্ড হারবারের ৯ নম্বর ওয়ার্ডেও একই ছবি! এখানে তৃণমূল প্রার্থী হিসেবে স্বপন দাসের নামে দেওয়াল লিখন চলছে। অথচ পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর সই করা তালিকায় নাম আছে পূর্ণেন্দু সরকারের! তিনি জানাচ্ছেন, ' আমি বিভ্রান্ত। দ্বিতীয় তালিকা মান্যতা পেয়েছে ঠিকই ,তবে স্থানীয় নেতৃত্ব এখনও কোনও রকম যোগাযোগ করেনি। প্রথম তালিকায় থাকা প্রার্থীরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছে'
স্থানীয় এক তৃণমূল নেতার দাবি, সাংসদের সিদ্ধান্ত অনুসারেই তাঁরা প্রথম তালিকাকে মান্যতা দিচ্ছেন! কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বাংলার অন্য সব জায়গায় এক নিয়ম, আর ডায়মন্ড হারবারে আরেক নিয়ম কেন? তার মানে কি ফাটল চওড়া হচ্ছে? খোঁচা সহকারে প্রশ্ন বিরোধীদের।
২০ দিন পরই রাজ্যের ১০৭-টি পুরসভায় ভোট। তার আগে এই পরিস্থিতি কীভাবে সামাল দেয়, তৃণমূল? সেদিকেই নজর রাজনৈতিক মহলের।