পূর্ণেন্দু সিংহ ও তুহিন অধিকারী : এগিয়ে আসছে বকেয়া ১০৮ পুরসভার ভোটের দিন, তুঙ্গে উঠছে প্রচার। জনতার মন টানতে ঝাঁপাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বাঁকুড়ায় (Bankura) তৃণমূলের (TMC) প্রচারে উঠল খেলা হবে স্লোগান। নিজের টোটো চালিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী (BJP Candidate)।
৪ কর্পোরেশনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। কোনওটিতেই দুই অঙ্কে পৌঁছতে পারেনি বিরোধীরা। ২৭ ফেব্রুয়ারি, শতাধিক পুরসভার পাশাপাশি ভোট হবে বাঁকুড়া ও বিষ্ণুপুর পুরসভাতেও।
হাতে দু-সপ্তাহও সময় নেই, তাই দিন-রাত এক করে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী দুপক্ষই। বাঁকুড়া শহরে দলীয় প্রার্থীদের নিয়ে প্রচারে নামেন তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী।
কখনও খেলা হবে স্লোগান, কখনও আবার পায়ে ফুটবল নাচাতে নাচাতে চলছে প্রচার। বাঁকুড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছে, পেশায় টোটো চালক জয়দেব মণ্ডলকে। এদিন নিজের টোটো দলীয় পতাকায় সাজিয়ে, ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার সারলেন তিনি।
অন্যদিকে প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি ঘুরে গোলাপ ফুল ও চকোলেট দিলেন বিষ্ণুপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল থেকে রাজ্যে সবুজ ঝড়ের ইঙ্গিত পাচ্ছিলেন এমনিতেই। তবে প্রচারের ব্যস্ততায় তা নিয়ে উচ্ছ্বাসের সময় পাননি প্রথমে। তাই জনসংযোগেই মন দিতে দেখা যায় তাঁকে। এ দিন পথচলতি মানুষ, তো বটেই, বাড়ি বাড়ি গিয়েও সকলকে গোলাপ (Rose) ধরান তিনি। উপহার দেন চকোলেট। আলাপচারিতার ফাঁকে মনে করিযে দেন জোড়াফুলের বোতাম টেপার কথাও।
প্রচারে বেরিয়ে এ দিন প্রিয়াঙ্কা বলেন, ‘‘আজকের এই দিনটি সকলের কাছেই অত্যন্ত আনন্দের দিন। তাই সকলকে গোলাপ ফুল এবং চকোলেট দিয়ে শুভেচ্ছা জানালাম। জানিয়েছি, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে রয়েছে।’’
প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তবে শেষ হাসি কে হাসবে, জানা যাবে ক’দিন পরই।