হাওড়া: হাওড়ার (Howrah) ভোট (Howrah Municipality Election)য়ে অব্যাহত অনিশ্চয়তা। রাজ্যের বাকি ৪টি পুরসভা (Municipality Election) অর্থাৎ চন্দননগর, শিলিগুড়ি, বিধাননগর এবং আসানসোলের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলেও হাওড়া নিয়ে কিছু জানানো হল না আজও। এ দিন সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commission) সৌরভ দাস জানান, হাওড়া নিয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ স্থির হবে।


জানানো হয়েছে কোর্ট থেকে ছাড়পত্র মিললে তবেই ভোট (Municipality Vote)। রাজ্য নির্বাচন কমিশনার এদিন বলেন, 'হাওড়া নিয়ে রাজ্য সরকার আমাদের কিছু নিশ্চিতভাবে কিছু জানায়নি। হাওড়া নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করেনি ‘সেই কারণে হাওড়া কর্পোরেশনের ভোট নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’


পুরনিগমগুলিতে ভোট-নির্ঘণ্ট ঘোষণার প্রস্তুতি তুঙ্গে। সোমবার সর্বদলীয় বৈঠক সারল কমিশন (State Election Commission)। এরই মধ্যে রাজ্যপালের (Governor) পরপর ট্যুইটে জল্পনা বেড়েছে। আজ তিনি ট্যুইটে লেখেন, '২০১৫-র মতো হাওড়ায় ৬৬টি ওয়ার্ডে ভোট হতে পারে'।


এর আগে বাগডোগরা পৌঁছে এই বিতর্কে ফের নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Guv Jagdeep Dhankhar)। তিনি বলেছিলেন, 'রাজ্যপালের সামনে হাওড়া-বালি পুরসভা (Bill Excluding Bally From Howrah Municipal Corporation) নিয়ে কোনও নথি-কাগজ-চিঠি পেশ করা হয়নি। অথচ রাজ্যের পক্ষ থেকে আদালতের সামনে বলে দেওয়া হল, বিলে রাজ্যপাল সম্মতি দিয়েছেন!'


শুরুতেইহাওড়া পুরসভা (Howrah Municipality) থেকে বালিকে (Bally) আলাদা করার বিলে সই নিয়ে বিভ্রান্তি বাড়িয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় নিজেই। হাওড়া পুরসভা সংক্রান্ত বিলে সই করেছি, এই দাবি সঠিক নয়। আগেই ট্যুইট করেন রাজ্যপাল। বিষয়টি এখনও তাঁর বিবেচনাধীন বলে জানিয়েছেন জগদীপ ধনকড়।


হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করার বিলে কি সই করেছেন রাজ্যপাল? দাবি, পাল্টা দাবিতে বিভ্রান্তি চরমে। এর আগেও ট্যুইটে রাজ্যপালের দাবি, হাওড়া পুরসভা সংক্রান্ত বিল এখনও তাঁর বিবেচনাধীন রয়েছে। 


সম্প্রতি, হাওড়া পুরসভা থেকে বালির ১৬টি ওয়ার্ডকে আলাদা করে নতুন পুরসভা করা হয়েছে। এই নিয়ে রাজ্য বিধানসভায় একটি সংশোধনী বিল পাস হয়। এই টানাপড়েনের মধ্যেই রাজ্য সরকারের আর্জি মেনে ১৯ ডিসেম্বর কলকাতার সঙ্গে হাওড়া পুরভোটের প্রস্তুতি শুরু করে রাজ্য নির্বাচন কমিশন। তা নিয়ে আপত্তি জানায় বিরোধীরা। 


বাকি পুরসভার ভোট নিয়ে কী জানাল রাজ্য নির্বাচন কমিশন



  • ২২ জানুয়ারি ৪ পুরসভায় ভোট।

  • শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর, আসানসোলে ভোট ২২ জানুয়ারি।

  • ২৫ জানুয়ারি ৪ পুরসভার ভোটগণনা। 

  • আজ থেকেই কার্যকর আদর্শ আচরণবিধি।

  • রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই ভোটের দিন ঘোষণা।

  • হাওড়া নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করেনি।

  • সেই কারণে হাওড়া পুরসভার ভোট নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

  • সব বুথে সিসিটিভি থাকবে।

  • আইনশৃঙ্খলা নিয়ে ৪ জানুয়ারি পর্যালোচনা বৈঠক।