প্রকাশ সিনহা, কলকাতা: পুর-নিয়োগ দুর্নীতি (Municipality Scam) মামলায় ফের তৎপর সিবিআই (CBI) । উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।


ফের তৎপর সিবিআই: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এবার উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করা হয়েছে। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ। সূত্রের খবর, বরানগর, কামারহাটি, পানিহাটি, উত্তর দমদম, দক্ষিণ দমদম-সহ যে সমস্ত পুরসভায় এর আগে সিবিআই অভিযান চালিয়েছিল, সেই সমস্ত পুরসভার কর্মী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। মূলত ২০১৪ সালের পর থেকে যে সমস্ত নিয়োগ হয়েছে, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। জানতে চাওয়া হবে, কোন কোন পদে নিয়োগ হয়েছে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলেছে, কারও নির্দেশে নিয়োগ হয়েছিল কি না।


চলতি বছর জুন মাসে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি চালায়। সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতর সহ, চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুরে সিবিআই তল্লাশি চালায়। পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের বাড়িতেও সিবিআই তল্লাশি চালায়। ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় পৌঁছয় সিবিআই টিম। নিয়োগের আগে কী রেজোলিউশন পাশ হয়েছিল, সেই কপির খোঁজে তল্লাশি করে সিবিআই। যা যা পরীক্ষা হয়েছে তার খোঁজও নেন সিবিআই আধিকারিকরা। সব মিলিয়ে মোট ১৪টি জায়গায় পৌঁছেয় সিবিআই টিম।


FIR করার পরে গত ৭ জুন প্রথম সিবিআই তল্লাশি অভিযান করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মজদুর, ক্লার্ক, পিয়ন, অ্য়াসিস্ট্যান্ট থেকে শুরু করে ড্রাইভার- সর্বত্র টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ। ২০১৪ সালের পর থেকে এই পুরসভাগুলিতে কীভাবে নিয়োগ হয়েছে। কতজনকে নিয়োগ করা হয়েছে। নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কি না, কী পদ্ধতিতে বিভিন্ন ধাপে বাছাই হয়েছে। কোন কোন প্রার্থীকে বাছাই করে হয়েছিল সেটা কীসের ভিত্তিতে বাছাই করা হয়েছিল, কী প্রক্রিয়ায় গোটা নিয়োগ হয়েছিল, বাছাইয়ের প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন সবই খুঁজে দেখছেন সিবিআই আধিকারিকরা। আর এবার এই সব প্রশ্নের উত্তর পেতে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব করা হল। 


আরও পড়ুন: Weather Update: আগামী ২ থেকে ৩ ঘণ্টা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা