আশিস বাগচি, ডোমকল, মুর্শিদাবাদ: ডোমকল থেকে উদ্ধার অস্ত্র ও গুলি। গ্রেফতার এক দুষ্কৃতী। পুলিশ সূত্রের খবর, ডোমকলের গড়াইমারি বাজার এলাকায় তল্লাশি চালিয়ে পিণ্টু মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তার থেকে উদ্ধার হয়েছে ১ টি পাইপ গান ও ২ রাউন্ড গুলি। শুধু ডোমকল নয়। মুর্শিদাবাদের খড়গ্রামেও বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। খড়গ্রামে রাস্তার পাশে কালভার্টের নীচ থেকে উদ্ধার হল ব্যাগভর্তি তাজা বোমা।
শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের আরও কিছু জেলায় বোমার হদিশ মিলেছে। মালদার চাঁচলে মজুত বোমা থেকে বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়েছে। বীরভূমের নানুরে ফের উদ্ধার হয়েছে ড্রাম ভর্তি বোমা। চাঁচলে বালতিভর্তি বোমা, নানুরে মজুত বোমা উদ্ধার, খড়গ্রামে কালভার্টের নীচে বোমা, ডোমকলে উদ্ধার গুলি ও অস্ত্র। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই যেন বোমা মিলছে গ্রাম বাংলার নানা কোণা থেকে। কোথাও মাটির নীচে লুকনো থাকছে বোমা, কোথাও খড়ের গাদায় লুকোনো, কোথাও আবার রাস্তার পাশেই ফেলে রাখা হয়েছে বোমা। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বারুদের আস্ফালন দেখে ঘুম উড়েছে সাধারণ বাসিন্দাদের। একদিনে ৩ জেলায় বোমা উদ্ধারের পাশাপাশি মালদার চাঁচলে মজুত বোমা থেকে বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর,বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ। চাঁচলের চন্দ্রপাড়া গ্রামে মাঝরাতে আচমকা বিকট আওয়াজ হয়। ধোঁয়ায় ভরে যায় চারপাশ, বাতাসে ছড়িয়ে পড়ে বারুদের গন্ধ। মালদার ওই গ্রামের বাসিন্দা ইসমাতারা বিবি বলেন, 'গ্রামে বোমা ফেটেছে, আমরা আতঙ্কে রয়েছি।'
বিস্ফোরণ স্থলে তল্লাশি চালিয়ে মাটির তলায় বোমার ভাণ্ডারের খোঁজ পায় পুলিশ। বম্ব স্কোয়াডের সাহায্যে উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কিন্তু কারা, কী উদ্দেশ্যে এত বোমা মজুত করেছিল? সে বিষয়ে তদন্ত শুরু করেছে চাঁচল থানা। অন্যদিকে, বীরভূমে প্রায় রোজই মিলছে বোমার সন্ধান। মল্লারপুর, লাভপুর, দুবরাজপুর, সিউড়ি, নানুর থেকে পরপর বোমা উদ্ধার হয়েছে গত কয়েকদিনে। রবি থেকে শুক্রবার পর্যন্ত বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬০০ বোমা। শুক্রবার, নানুরের তাকড়া গ্রামে তল্লাশি চালিয়ে মনভুল খান নামে এলাকার এক কৃষকের বাড়ির পাশ থেকে ২ ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।
বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, 'ভোটের আগে, সন্ত্রাস তৈরি করতে বোমা মজুত করছে তৃণমূল।'
সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, 'পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই। বিজেপি বদনাম করার চেষ্টা করছে।'
কোথা থেকে আসছে এত বোমা? কে বা কারা বোমা মজুত করছে? নির্বিঘ্নে মিটবে তো পঞ্চায়েত ভোট? জেলায় জেলায় বোমা উদ্ধারের ঘটনায় এখন সেই আশঙ্কাতেই ভুগছে সাধারণ মানুষ।
আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার