কলকাতা: গৌতম চৌধুরীর খুনের ঘটনার কিনারা করতে এবার আসরে জগদ্ধাত্রী, তাকে সমাধান করতে হবে এক ধাঁধার। অন্যদিকে অভিমানে শীলবাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় পাখি। সপ্তাহান্তে আপনাদের প্রিয় ধারাবাহিকের গল্পে আসতে চলেছে কী কী নতুন মোড়? দেখে নিন সপ্তাহান্তের টেলি মশালা।
জগদ্ধাত্রী
গৌতম চৌধুরীর খুনের ঘটনার কিনারা করতে গিয়ে জগদ্ধাত্রীকে সম্মুখীন হতে হয় একটা ধাঁধার। কালীচরণের দেওয়া সেই ধাঁধার উত্তর খুঁজে পায় জগদ্ধাত্রী। এরপর, উৎসবকে জিজ্ঞাসাবাদ করতে হেডকোয়াটার্সে ডেকে পাঠায় জগদ্ধাত্রী। তারপর? উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।
রাঙা বউ
ধারাবাহিকে এসেছে নতুন চরিত্র, মালবিকা। পাখির সঙ্গে বাড়িতে এসে সে সবাইকে জানায়, ৫ বছর আগে, রাঁচিতে তার সঙ্গে বিয়ে হয়েছিল কুশের। আর কুশকে মালবিকা চেনে রকি বলে। ঘটনার পরিপ্রেক্ষিতে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় পাখি। এই ফাঁকে মালবিকাকে শীল বাড়িতে নিয়ে আসে পাখির দুই জা। কিন্তু পাখি ফিরে আসে। তারপর?
খেলনাবাড়ি
ইন্দিরাকে মাইজির ডেরা থেকে উদ্ধার করতে ছদ্মবেশে সেখানে পৌঁছোয় মিতুল, অর্ক, কলি,গুগলি, শিব ও শুভ। ওখানে গিয়ে মিতুল বুঝতে পারে, স্মৃতি হারিয়েছে ইন্দিরা। আগের আর কিছুই মনে নেই তার। মিতুলকে সে চিনতেই পারছে না। তাই মিতুলরা বোঝে, তাকে উদ্ধার করা সহজ হবে না। মিতুলরা সাপের খেলা দেখিয়ে লোকজনকে ভয় পাওয়াতে শুরু করে। কিন্তু ইন্দিরা কিছুতেই মিতুলের সঙ্গে যেতে রাজি হয় না। মিতুল কী পারবে ইন্দিরাকে উদ্ধার করতে?
নিম ফুলের মধু
পিয়ারি হেমনলিনীর বিরুদ্ধে আদালতে মামলা করে। তার অভিযোগ, দুলাল দত্তর আসল বই পিয়ারিই। আর তাই দত্তপরিবারের সম্পত্তির ওপর অধিকার শুধুমাত্র পিয়ারির। এই পরিস্থিতিতে দত্ত পরিবারের সবাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। তাদের মধ্যে ভরসা যোগায় পর্ণা। আর হেমনলিনীই যে দুলাল দত্তের আসল স্ত্রী, সেই প্রমাণ জোগাড় করতে শুরু করে পর্ণা।
গৌরী এল
মা কালী সেজে ডাকাতদের জব্দ করল ছোট্ট তারা। অন্যদিকে তারার জন্মদিনের জবাগাছ পোড়ানোর উচিক শিক্ষা পেল রসময়। তারা কি এমন করেই নিজেই দৈব শক্তি দিয়ে রক্ষা করতে পারবে তার পরিবারকে? উত্তর মিলবে ধারাবাহিকে।
আরও পড়ুন: Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?
আরও পড়ুন: Hair care: চুলের যত্নে তেলের গুরুত্ব অপরিসীম, কীভাবে বাড়িতে বানাবেন এই তেল?