রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বহরমপুরে (Bahrampur) ভর সন্ধ্যায় ছাত্রীকে কুপিয়ে খুন! বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে ছাত্রীর উপর হামলা। মালদার (Malda) বাসিন্দা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীর উপর চড়াও! মেস থেকে ছাত্রীকে ডেকে নিয়ে এসে হামলার অভিযোগ। হামলার পরে প্রত্যক্ষদর্শীদের অস্ত্র দেখিয়ে চম্পট অভিযুক্ত। কেন ছাত্রীর উপর হামলা? কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।
ঠিক কী ঘটনা হয়েছিল?
সূত্রের খবর, এদিন সন্ধেবেলা সেই ছাত্রী যেই মেসে থাকতেন, সেই মেসের সামনে এসে তাঁকে ডাকেন অভিযুক্ত যুবক। এরপরই তাঁকে রীতিমতো কুপিয়ে খুনের চেষ্টা করেন সেই অভিযুক্ত যুবক। মেসের সামনের রাস্তাতেই সেই তরুণীকে আক্রমণ করা হয়। অভিযুক্ত যখন সেই তরুণীকে আক্রমণের চেষ্টা করেন, তখন প্রবল চিৎকার করেন সেই তরুণী। সেই চিৎকারের শব্দ শুনে আশেপাশের সবাই ছুটে আসেন। যারা বাঁচাতে আসেন সেই ছাত্রীকে, তাঁদের দিকেও ছুরি ও বন্ধুকের নল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন অভিযুক্ত যুবক। এরপর পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যান সেই যুবক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে, সেই ছাত্রীর বাড়ি মালদার ইংরেজবাজারে। কিছুদিন আগেই সেই মেসে এসেছিল সেই মেয়েটি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান ওই যুবকের সঙ্গে সেই ছাত্রীর কোনও সম্পর্ক ছিল। পুলিশ বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীদের বয়ান
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, ''ছেলেটির হাতে অস্ত্র ছিল। যখন আমরা দেখেছি তখন দেখলাম যে ছেলেটি ছুরি দিয়ে কোপাচ্ছিল সেই মেয়েটিকে। কিন্তু ওর হাতে বন্দুকও ছিল। আমরা দৌড়ে যখন আটকাতে যাই ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ওই ছেলেটির হাতে বন্দুকও ছিল। ও আমাদের দিকে অস্ত্র দেখিয়ে পালিয়ে যায়। পুলিশকে আমরা ফোন করেছি।''