Vivo T1 Series: আর মাত্র একদিনের অপেক্ষা। ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Vivo T1 Pro 5G ও Vivo T1 44W। আগামী 4 মে দেশের বাজারে পাওয়া যাবে এই দুই ফোন। জেনে নিন স্পেকস ও ফিচার। 


Vivo T1 Pro 5G: কী থাকছে এই ফোনে ?
Vivo T1 Pro 5G-তে Snapdragon 778G প্রসেসর পাওয়া যাবে। ইতিমধ্যেই এই বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি। ভিভো এই হ্যান্ডসেটের দ্রুত চার্জিংয়ের বৈশিষ্ট্য ও পিছনের প্রাথমিক ক্যামেরা সেন্সরের বিবরণ প্রকাশ করেছে। লঞ্চের আগেই ডিসপ্লে সম্পর্কে আজ তথ্য দিতে পারে কোম্পানি।


Vivo Vivo T1 Pro 5G ও Vivo T1 44W লঞ্চ করার জন্য Flipkart-এ একটি অফিশিয়াল মাইক্রোসাইট তৈরি করেছে ভিভো। এখানে ফোনে ওয়াইড-এঙ্গেল সেন্সর, ম্যাক্রো সেন্সর-সহ একটি 64-মেগাপিক্সেলের সুপার নাইট প্রাইমারি ক্যামেরার বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও Vivo T1 Pro 5G 66W টার্বো ফ্ল্যাশ চার্জ আল্ট্রা-ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে। ভিভোর 
মতে, এই প্রযুক্তিটি প্রায় 18 মিনিটের চার্জে 50 শতাংশ পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারবে।


Vivo Vivo T1 Series: ফোনের ডিসপ্লে ও ব্যাটারি
রিপোর্ট বলছে Vivo T1 Pro 5G Android-এ 12 বেস Funtouch OS এ চলবে । এতে 90Hz রিফ্রেশ রেট-সহ একটি 6.44-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। সামনে একটি 16-মেগাপিক্সেল সেলফি শুটার থাকতে পারে ফোনে। এই হ্যান্ডসেটে 4,700mAh ব্যাটারি পাওয়া যাবে।


Vivo T1 Pro 5G ও Vivo T1 44W যথাক্রমে iQoo Z6 Pro 5G ও iQoo Z6 4G এর মতোই হবে বলে ধারণা করছে টেক ব্লগাররা। আসন্ন Vivo স্মার্টফোনগুলি এই iQoo হ্যান্ডসেটের সঙ্গে কিছু স্পেসিফিকেশন শেয়ার করতে পারে।  সেই ক্ষেত্রে কনফিগারেশন, ইউজার ইন্টারফেস ও রঙের বিকল্পগুলির ক্ষেত্রে তারা আলাদা হবে বলে আশা করা হচ্ছে। গত বছর, Vivo T1 
5G বাজারে এসেছে। যা iQoo Z6 5G-এর মতোই ছিল। তবে iQoo Vivo-র একটি সাব-ব্র্যান্ড। তাই Vivo T1 সিরিজ ও iQoo Z6 সিরিজের স্মার্টফোনগুলি ভারতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।


আরও পড়ুন : Tecno Phantom X: ডুয়াল ফ্রন্ট ক্যামেরা-কার্ভড ডিসপ্লে, বাজেটের মধ্যে পাবেন এই স্মার্টফোন