রাজীব চৌধুরী,মুর্শিদাবাদ: স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষকদের রাজ্য সম্মেলনের আয়োজন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে (Baharampur)। প্রতিবাদ করায়, স্কুলেরই এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার (TMC Leader) অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন শাসক-নেতা। উল্টে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক।
একাংশের আপত্তি: স্কুলে ছুটি দিয়ে রাজ্য সম্মেলন করায়, শিক্ষকদের একাংশের আপত্তি। তার জেরে এক প্রতিবাদী শিক্ষককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে।
মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের (Baharampur) গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশন। হেরিটেজ তালিকায় থাকা এই স্কুলই এবার খবরের শিরোনামে। প্রধান শিক্ষকদের রাজ্য সম্মেলন উপলক্ষ্যে শুক্রবার টিফিনের পর স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানান শিক্ষকদের একাংশ। বিষয়টি জেলা স্কুল পরিদর্শককে জানানোয় ফের স্কুল চালু হয়।
প্রতিবাদে তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ: অভিযোগ, এরপরই অভিযোগকারী শিক্ষককে প্রধান শিক্ষকের ঘরে ডেকে মারধর করেন তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতির অনুগামীরা। স্কুল ছুটি দেওয়া নিয়ে সাফাই দিয়েছেন প্রধান শিক্ষক।
বহরমপুরের (Baharampur) গুরুদাস তারাসুন্দরী ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক সন্দীপ দাশগুপ্তের কথায়, ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে এটা করা হবে। রবীন্দ্র সদন পাননি। প্রশাসনিক লেভেলে কথা হয়েছে, যে কোনও সময় ছুটি দেওয়া যেতে পারে। ডিআই যখন বললেন তখন ৮ পিরিয়ড পর্যন্ত স্কুল হয়েছে।
অভিযোগকারী শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি ও স্থানীয় তৃণমূল নেতা। স্কুল পরিচালন সমিতির সহ সভাপতি বিপ্লব কুণ্ডু বলছেন, উনি ঠিকমতো ক্লাস করাতে চান না। সহযোগিতা করেন না। মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে গ্রুপে দিয়েছেন। ২ বার শোকজ করেছি, হেড স্যার ফোনে বলেন শিক্ষকরা ওঁর দ্বারা আক্রান্ত।
শিক্ষককে মারধরের অভিযোগ প্রকাশ্যে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, এটাই তৃণমূলের সংস্কৃতি, সব জায়গায় এমন চলছে, এটা সমর্থনযোগ্য নয়। এই ঘটনায় দু’পক্ষই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে।
তৃণমূল নেতার রোষে শাসকদলেরই কর্মী: অন্যদিকে আবাস-দুর্নীতির অভিযোগে গ্রামবাসীদের কর্মসূচিতে যোগ দেওয়ায় তৃণমূল নেতার রোষে শাসকদলেরই কর্মী! মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। গুরুতর জখম তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যালে। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি।