রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বিবাদ মেটাতে আলোচনায় ডেকে প্রতিবেশীকে (Neighbour কুপিয়ে খুনের অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার (Beldanga) সাহাপুর গ্রামে (Sahapur Village)। পুলিশ সূত্রে খবর, মৃত জালালউদ্দিন শেখ ও অভিযুক্ত সইদুল শেখের বাড়ি বহরমপুরের (Baharampur) শিমুলিয়া নওপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির কাছেই একটি জমি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল সন্ধেয় মীমাংসা-আলোচনার নাম করে ডেকে নিয়ে গিয়ে জালালউদ্দিনকে কুপিয়ে খুন করে সইদুল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।


প্রতিবেশী, বিপদে-আপদে যাঁর এগিয়ে আসার কথা, তাঁর বিরুদ্ধেই উঠল খুনের অভিযোগ। মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙায় (Beldanga), বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। মৃতের নাম জালালউদ্দিন শেখ বাড়ি বহরমপুরের (Baharampur) শিমুলিয়ায় । স্থানীয় সূত্রে খবর, একটি জমি নিয়ে, প্রতিবেশী সইদুল শেখের সঙ্গে জালালউদ্দিন শেখের দীর্ঘদিনের বিবাদ ছিল। 


মৃতের পরিবারের দাবি, রবিবার সন্ধেবেলা, আলোচনার মাধ্যমে মিটমাটের কথা বলে, জালালউদ্দিনকে ডেকে নিয়ে যান প্রতিবেশী । দু’জনে একই মোটরবাইকে রওনা দেন। বাইক চালাচ্ছিলেন জালালউদ্দিন। অভিযোগ, মাঝরাস্তায় গাড়ি থামিয়ে, তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে প্রতিবেশী । ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আক্রান্ত। এরপর, স্থানীয়রা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 


নিহতের মেয়ে সেলিনা বিবি বলছেন, বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় । তারপর শুনি... খবর আসে। নিহতের আরেক আত্মীয় আব্বাস শেখের কথায়, গাড়ি দাঁড় করিয়ে কুপিয়ে খুন করেছে । জমির ঝামেলার কথা বলেছে। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত প্রতিবেশী সইদুল শেখ । তাঁর বাড়ি গিয়ে দেখা গেল, তালাবন্ধ। এই ঘটনায় বেলডাঙা থানায় খুনের মামলা রুজু হয়েছে । 


আরও পড়ুন: Haridebpur Death : ফের হরিদেবপুর, এবার কলেজছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ; বাড়ি থেকে উদ্ধার নিথর দেহ