ভগবানগোলা (মুর্শিদাবাদ) : 'ধর্ষণ হলে প্রমাণ দেখা। অকারণে বেশি বাড়াবাড়ি করে ঠান্ডা করে দেবো। ঠান্ডা করতে গেলে ডান্ডা দরকার।' ঠিক এই ভাষাতেই হুমকি (threat) তৃণমূলের (TMC) ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতির। তাঁর আক্রমণের নিশানায় সিপিএম (CPM)। আফরোজ সরকারের হুমকি দেওয়ার যে ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। যার সত্যতা অবশ্য যাচাই করেনি এবিপি আনন্দ।


ঠিক কী হয়েছে


রাজ্যে পরপর ধর্ষণ-শ্লীলনাহানির অভিযোগ উঠছে। মুর্শিদাবাদের ভগবানগোলায় যে জন্য সিপিএমের প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। সেই প্রতিবাদ মিছিলকেই নিশানা করতে গিয়ে হুমকির সুর তৃণমূলের ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতি আফরোজ সরকারের। ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'ধর্ষণের কোনও অভিযোগ থাকলে আমাদের জানাক। আমরাই পুলিশকে বলব। ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ সত্যি হলে। সিপিএম এসব নিয়ে বাড়াবাড়ি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কলঙ্কিত করতে চাইছে।' যার পরই 'ডান্ডা মেরে ঠান্ডা' করে দেওয়ার কথা বলে তাঁর সংযোজন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কলুষিত করার চেষ্টা করছে ওরা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ঠান্ডা করে দেবো। আর ঠান্ডা করতে ডান্ডা দরকার হয়। প্রয়োজনে রাস্তায় নেমে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবো আমরা।' পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কোনও ছেলে নেই কিন্তু তিনি 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে', ভাইরাল ভিডিওতে বলতে শোনা যায় অভিযুক্ত তৃণমূল নেতাকে।


সিপিএমের পাল্টা


ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতির ভাইরাল হওয়া হুমকি ভিডিও প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'অনুপ্রেরণায় এতটাই অনুপ্রাণিত যে ঠিকমতো বসতে বা কথা বলতেও পারছেন না। শুধুমাত্র হুমকি দিতে পারছেন। ধর্ষণের প্রমাণ চাইছেন, ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার কথা বলছেন, আসলে গুণ্ডাদের কন্ট্রোলে রাজ্যের সরকার চলছে তা নেতার হাবভাব করে বসে থাকা মুর্শিদাবাদের ওই তৃণমূলের নেতার কথাবার্তাতেই পরিষ্কার।'


আরও পড়ুন- বোলপুরের পর এবার শান্তিনিকেতন, নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ