পার্থ প্রতিম ঘোষ ও আবির ইসলাম, শান্তিনিকেতন: বোলপুরের (Bolpur) পর এবার শান্তিনিকেতন (Shantiniketan)। চড়কমেলা থেকে ফেরার পথে আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি নির্যাতিতা। গতকাল রাতে এই ঘটনা ঘটে। নির্যাতিতার গ্রামে যান বীরভূমের (Birbhum) পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার (Shantiniketan Police Station) ওসি দেবাশিস পণ্ডিত। অভিযুক্তরা অধরা। ২ দিন আগেই বোলপুরে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে।


শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ:  হাঁসখালি থেকে দেগঙ্গা, পিংলা থেকে ইংরেজবাজার, কখনও ধর্ষণের অভিযোগ, কখনও বা ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। এবার ঘটনা শান্তিনিকেতনে। শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল৷ অভিযোগ, সেই মেলা থেকে এক নাবালিকাকে অন্ধকার ফাঁকা মাঠে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। এরপরেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ এদিন পরিবারের লোকজন শান্তিনিকেতন থানায় খবর দেয়৷ খবর পেয়েই বীরভূমের পুলিশ সুপার ও বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার ওসি দেবাশিষ পণ্ডিত যান নির্যাতিতার গ্রামে৷  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও অধরা অভিযুক্তরা।  ২ দিন আগেই বোলপুরে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে।


ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ: অন্যদিকে জলপাইগুড়িতে ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ।এখনও অধরা আরও দুই অভিযুক্ত। অন্যদিকে, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালিকা। অভিযোগ, ২৪ ফেব্রুয়ারি অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী দুই যুবক। এই ঘটনায় এর আগে মূল অভিযুক্তর ভাইকে আটক করে পুলিশ। অভিযোগ, ছাড়া পেতেই নাবালিকার পরিবারকে হুমকি দিতে শুরু করে অভিযুক্তর সঙ্গীরা। কেস না তুললে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরিবারের দাবি, ভয় পেয়ে গতকাল গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা।


আরও পড়ুন: Nadia News: হাঁসখালিকাণ্ডে এবার ডিএনএ পরীক্ষার সাহায্য নেবে সিবিআই