রাজীব চৌধুরী, কান্দি, মুর্শিদাবাদ: ফের বেপরোয়া গতির বলি তরুন প্রাণ। মুর্শিদাবাদে (Murshidabad) মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় (Motorbike Accident) প্রাণ গেল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন এক মোটরবাইক আরোহী। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দি (Kandi) থানার মহলন্দী ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা।  


কীভাবে দুর্ঘটনা:
দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশের তরফে জানা গিয়েছে, মৃতের নাম সাইবুল আলম, বয়স ২১ বছর। ওই মৃত যুবকের বাড়ি মহলন্দী চাঁদপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গাতলা থেকে মোটরবাইক নিয়ে মহলন্দীর বাড়িতে ফিরছিল সাইবুল। সেই সময় তাঁর উল্টো দিক থেকে আর একটি মোটরবাইক চলে আসে। দুটিরই গতি অনেকটাই বেশি ছিল বলে মনে করা হচ্ছে। সেই কারণেই  শেষ পর্যন্ত গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মুখোমুখি ধাক্কা মারে দুটি মোটরবাইক। এই সংঘর্ষের কারণে দুই মোটর বাইকের আরোহীই গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরে উদ্ধারে হাত লাগান স্থানীয়রাই। তাঁরাই দুই যুবককে উদ্ধার করে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে সাইবুল আলমের মৃত্যু হয় বলে সূত্রের খবর। আর এক জখম যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মোটরবাইক চালকরা হেলমেট (Helmet) পরে ছিলেন কিনা জানা যায়নি।


সারা রাজ্যেই বিভিন্ন সময় মোটরবাইক দুর্ঘটনার খবর মেলে। অনেকসময়েই তার পিছনে মূল কারণ থাকে অতিরিক্ত গতি এবং হেলমেট না পরা। সম্প্রতি ট্রাফিক আইন লঙ্ঘন রুখতে কড়া মোটর নিয়ন্ত্রণ আইন চালু করা হয়েছে। জরিমানার অঙ্কও অনেকটা বাড়ানো হয়েছে। তবুও এমন দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। রাতের রাস্তায় অতিরিক্ত গতিতে মোটরবাইক চালাতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার বলি হচ্ছে তরুণ প্রাণ।


আরও পড়ুন: বাড়ছে কোভিড, অশোকনগরে চালু ১০ শয্যার কোভিড ওয়ার্ড