রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: এ দিন সকালে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী সায়গল হোসেনের বাড়িতে যান CBI’র চার তদন্তকারীর একটি দল।  গরুপাচার মামলায় অনুব্রত দেহরক্ষী সায়গল হোসেনের বাড়িতে সিবিআই।  সূত্রের খবর, সেই সময় বাড়িতে ছিলেন না তিনি! নিরাপত্তারক্ষীর বাড়ি ঘিরে ফেলেন CISF জওয়ানরা। শুরু হয় তল্লাশি। তথ্য পেতে ছাদেও তল্লাশি চালানো হয়। সকাল ৮টা থেকে দফায় দফায় সায়গল হোসেনের বাড়িতে তল্লাশি। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালান CBI’র তদন্তকারী দল। দুপুর ৩টে থেকে বাড়িতেই সায়গলকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাত সোয়া এগারোটা নাগাদ সায়গল হোসেনের বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারীরা।


কলকাতায় অনুব্রত:
অন্যদিকে এ দিনই বিকেলে বোলপুরের বাড়ি থেকে কলকাতা রওনা হয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি! সন্ধের পর কলকাতা পৌঁছন তিনি। কেন কলকাতা যাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, 'এমনি আমার ডেট আছে পরশু দিন ডাক্তার দেখাব। পরশুদিন ৩ তারিখে ডাক্তার দেখাবার ডেট আছে।' শুধুই ডাক্তার দেখানো নাকি অন্য কোনও কাজ? তা অবশ্য কিছু বলেলনি অনুব্রত। এদিকে বৃহস্পতিবার বেলা ১২টার সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রতকে। 


এর আগেও তলব:
ভোট পরবর্তী হিংসার মামলায় গত ২৪ মে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চান অনুব্রত। ওই আবেদনের  ন'দিনের মাথায় ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রতকে তলব করেছে সিবিআই। সম্প্রতি গরুপাচার মামলাতেও নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা এড়ান অনুব্রত। আইনজীবীর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেন, অসুস্থতার কারণে চিকিত্‍সকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। তাই তিনি বিশ্রামে রয়েছেন। সিবিআই চাইলে তাঁকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। 


আরও পড়ুন: ফের তৃণমূল নেতার নিশানায় দলের একাংশ, শুরু তরজা