রাজীব চৌধুরী, ফরাক্কা, মুর্শিদাবাদ: ফের আত্মঘাতী জওয়ান। এবার মুর্শিদাবাদের ফরাক্কায় ঘটল এমন মর্মান্তিক ঘটনা। রবিবার সকালে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন সিআইএসএফ (CISF)-এ কর্মরত ওই জওয়াোন। সূত্রের খবর, মৃত সিআইএসএফ (CISF) জওয়ানের নাম রামকুমার সিং। ফরাক্কার এনটিপিসি (NTPC)-তে কর্মরত ছিলেন ওই জওয়ান। সূত্রের খবর, ওই জওয়ানের বাড়ি বিহারের বেগুসরাইয়ের বারাউনিতে। তিনি CISF-এর কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানা পুলিশ। তারপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ।


কখন এমন ঘটনা:
পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ফরাক্কার NTPC-র ২ নম্বর গেটে ডিউটি করছিলেন ওই CISF জওয়ান। আচমকাই সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন বলে পুলিশের দাবি। মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের ভিতরে ঘটনাটি ঘটে। কারণ খতিয়ে দেখা হচ্ছে। CISF-এর প্রতিক্রিয়া এখনও মেলেনি।

পুলিশ বা সেনার চাকরিতে অবসাদ থেকে আত্মহত্যার ঘটনা যদিও নতুন নয় এই শহরে। এর আগে, ২০২০ সালে রাইটার্স বিল্ডিংয়ে প্রেস কর্নারের সামনে আত্মঘাতী হন বিশ্বজিৎ কারক নামের এক পুলিশকর্মী।  সার্ভিস রাইফেল থেকেই চোয়ালের নীচে নিজেকে গুলি করেন। সেই গুলি এফোঁড় ওফোঁড় করে দেয় তাঁর মুখ। কনস্টেবল পদে কর্মরত ওই পুলিশকর্মীও অবসাদে ভুগছিলেন, তার জন্য তাঁর চিকিৎসাও চলছিল বলে জানা যায়। ২০২১-এ বালিগঞ্জ সেনা শিবির থেকে জওয়ানের ঝুলন্ত দেহ ঘিরেও অবসাদের তত্ত্ব উঠে আসে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, অত্যধিক কাজের চাপ, বদলি সংক্রান্ত সমস্যা,, এখনও পর্যন্ত পুলিশ এবং সেনাকর্মীদের আত্মহত্যার নেপথ্যে এমন কারণই বার বার উঠে এসেছে। সম্প্রতি এই সমস্যা মোকাবিলার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে একটি শিবিকও আয়োজন করা হয়েছিল। 


আরও পড়ুন:  পুজোর জন্য পদ্ম ফুল তুলতে গিয়ে পুকুরে তলিয়ে গেলেন ব্যক্তি, চলছে খোঁজ