তুহিন অধিকারী, বাঁকুড়া: একের পর এক অঘটনের খবর বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে (Bishnupur)। বেপরোয়া গতির বলি হয়েছেন ওই অঞ্চলের এক বাসিন্দা। এরপর সেখানে ফুল তুলতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি (man drowned)। ঘটনাটি ঘটেছে আজই সকালে।


পদ্ম ফুল তুলতে গিয়ে মৃত্যু


বাড়িতে তখন মনসা পুজোর তোড়জোড় চলছে। পুজোর জন্য পুকুরে পদ্ম ফুল তুলতে নেমেছিলেন এক ব্যক্তি। সেই সময়েই বিপত্তি। জলে তলিয়ে গেলেন তিনি। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের শ্যামবাঁধ নামের একটি পুকুরে। স্থানীয় সূত্রে জানা গেছে তলিয়ে যাওয়া ব্যাক্তির নাম তারাপদ লোহার। বয়স ৪৫ বছর। নিখোঁজ ব্যাক্তির সন্ধানে পুকুরে তল্লাশি শুরু করেছে দমকল ও পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে মনসা পুজো ছিল। সেই কারণে এদিন সকাল ৬টা নাগাদ বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের শ্যামবাঁধে পদ্ম ফুল তুলতে আসেন বছর পয়তাল্লিশ বয়সের তারাপদ লোহার। তারাপদ লোহারের বাড়ি শহর লাগোয়া বাঁধগাবা গ্রামে। প্রত্যক্ষদর্শীদের দাবি পুকুরে নামার সময় কেউ কেউ তারাপদকে নিষেধও করেন। কিন্তু বাসিন্দাদের দাবি সেই নিষেধে কান দেননি তারাপদ। এর কিছুক্ষণের মধ্যেই তিনি জলে তলিয়ে যান।


সেই সময়ে ওই পুকুরে যাঁরা স্নান করতে এসেছিলেন তাঁরাই প্রথম দেখতে পান এই ঘটনা। স্থানীয় বাসিন্দারাই খবর দেন বিষ্ণুপুর পুরসভার স্থানীয় কাউন্সিলরকে। এরপর দমকল ও বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাছ ধরার নৌকার সাহায্যে উদ্ধার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে পুকুরের জলে তল্লাশি চালানো হলেও এখনও নিখোঁজ ব্যাক্তির কোনও খোঁজ মেলেনি বলে খবর।


আরও পড়ুন: Pavlov Hospital: আঁতাতে পাস বিল-তথৈবচ পাভলভ, উঠল আরও বড় অভিযোগ


বাইক দুর্ঘটনা


একইসঙ্গে বিষ্ণুপুর থেকে একটি বাইক দুর্ঘটনার খবরও মিলেছে। বেপরোয়া গতির ফলে মৃত্যু হয়েছে চালকের। গুরুতর আহত তাঁর দুই সঙ্গী।